গ্রিন টাইগার জিটি মিন্ট ফিচার রিভিউ

English Version
calender 2021-09-01

গ্রিন টাইগার জিটি মিন্ট ফিচার রিভিউ

Green Tiger GT Mint Features Reviews-1630475860.jpg
আধুনিক যুগে, ইলেক্ট্রিক স্কুটারের সহজে যাতায়াত ও কম তেল খরচের সুবিধার জন্য বেশ ভালো চাহিদা রয়েছে। একটি ইলেক্ট্রিক স্কুটার থাকলে আপনি খুব আরামেই শহরের মধ্যে চলাফেরা করতে পারেন। এছাড়াও বডি ওয়েট কম হওয়ায় ইলেক্ট্রিক স্কুটার খুব সহজেই ঠেলে নিয়ে যাওয়া সম্ভব যখন চার্জ শেষ হয়ে যায়। এসব নতুন ফিচারস ও টেকনোলজির উপর ভিত্তি করে গ্রিন টাইগার একটি নতুন গ্রিন টাইগার জি টি মিন্ট নামে নতুন স্কুটার লঞ্চ করে। এক গুচ্ছ অত্যাধুনিক প্রযুক্তির সমন্ময়ে গ্রিন টাইগার মিন্ট অনেক কম দামে সাধ্যের মধ্যে পাওয়া যাচ্ছে। কাস্টোমারদের নাগালে গ্রিন্টাইগার তাদের ই বাইকের দাম নির্ধারন করার জন্য অনেক চেষ্টা করে থাকে। আজকে আমরা ডিস্কাস করবো জি টি মিন্ট কি কি


ধরনের ফিচার আমাদেরকে দিয়ে থাকছে।


gt-mint-design-1630475724.jpg
ডিজাইন এবং কালারঃ


গ্রিন টাইগার মিন্ট তিনটি ভিন্ন কালার নিয়ে এসছে। নিল, কালো ও মেরুন। কালো রঙের বাইকটি বেশ আকর্ষনীয়। কালো রঙের মধ্য দিয়েই ব্র্যান্ড ভ্যালু আরো বেশি উপরে উঠে। কালার কম্বিনেশন ছাড়াও যে বিষয়টি গ্রাহক এর নজর কাড়ে সেটি হলো এর নিখুত ডিজাইন। বলিষ্ট আকৃতির বাইরের বাহ্যিক গঠন বিষ্ময়কর ভাবে গ্রাহকের নজর কেড়ে থাকে।


Gt-mint-battery-1630475740.jpg
ব্যাটারি এবং পার্ফরমেন্সঃ


নতুন লঞ্চকৃত গ্রিন হাউস জি টি মিন্ট ৩০০০ওয়াট পর্যন্ত শক্তি উতপন্ন করতে সক্ষম যা ৬০ ভোল্ট এর এক শক্তিশালী ব্যাটারি। ৩০০০ ওয়াটের শক্তিশালী মোটরটি ঘণ্টায় ৬৫-৭০ কিলোমিটার স্পীড তুলতে সক্ষম। আরেকটি উপযোগী ফিচার হলো এই বাইকটি এক চার্জেই ৬০ কিলোমিটার যেতে পারে। আর প্রস্তুত কারণ প্রতিষ্ঠানের মতে এই ব্যটারি একবার চার্জ হতে সময় নিবে ৪-৫ ঘন্টা। একটি ইলেকট্রিক বাইক থেকে একজন রাইডার আর কি আশা করতে পারে।


gt-mint-brakes-1630475751.jpg
ব্রেক এবং সাস্পেন্সানঃ


রাইডারের নিরাপত্তা ও আরামের দিক বিবেচনা করে গ্রিন টাইগার ব্রেক ও সাসপেন্সানের পিছে বিশেষ ভুমিকা পালোন করে থাকে। প্রতিটা যানবাহনেই সামনের ব্রেক রাইডারের নিরাপত্তা নিশ্চিত করে ও সাস্পেন্সান নিশ্চিত করে রাইডারের কম্ফোর্ট। কোম্পানি সামনে যোগ করেছে হাইড্রলিক সাস্পেন্সান। এবং স্মুথ রাইডিং অভিজ্ঞতার জন্য প্রতিটি চাকায় ব্যবহার করেছে কেন্ডার ১০ ইঞ্চির টিউব্ লেস টায়ার।


gt-mint-lamps-1630475759.jpg
লাইটসঃ


যানবাহনের লাইট অন্যতম দরকারি একটি পার্টস। আমাদের বিভিন্ন প্রয়োজনে রাতে চলাফেরার দরকার পড়ে। রাতের বেলা উজ্জ্বল আলোর অভিজ্ঞতার জন্যে কোম্পানি গ্রিনলাইত জিটি মিন্ট বাইকটির হ্যান্ডেলবারের ঠিক মিডিলে একটি এল ই ডি লাই যুক্ত করেছে। এছাড়াও গোলা আকৃতির একতি ইউনিক ডিজাইনের টেইল লাইট বেশ নজর কেরেছে গ্রাহকদের। সকল টার্নলাইট গুলো এটাচ করা হয়েছে বডি কিটের সাথে।


দিন দিন ই বাইকের চাহিদা ও জনপ্রিয়তা বেড়েই চলেছে। মানুষকে এখন ইলেকট্রিক সেগ্মেন্টের দিকে বেশি ঝুকতে দেখা যাচ্ছে। আশা করি এতোগুলো ফিচার আমরা গ্রিন টাইগার মিন্ট থেকে পাচ্ছি, সেগুলো গ্রাহকদের হতাশ করবেনা।

More Reviews On Green Tiger GT-Mint

Green Tiger GT Mint Features Reviews-1630476364.jpg
গ্রিন টাইগার জিটি মিন্ট ফিচার রিভিউ
2021-09-01

আধুনিক যুগে, ইলেক্ট্রিক স্কুটারের সহজে যাতায়াত ও কম তেল খরচের সুবিধার জন্য বেশ ভালো চাহিদা রয়েছে। একটি ইলেক্ট্রি...

Bangla English