2023-02-07
Owned for 3months-1year [] Ridden for 1000-5000km
Owned for 3months-1year [] Ridden for 1000-5000km
This user provides ratings about this bike
8 out of 10
Design
Comfort & Control
Fuel Efficient
Service Experience
Value for money
This bike is purchased from Green Target, Rajshahi
ই-বাইকের কেনার ক্ষেত্রে আমার প্রথম অগ্রাধিকার থাকে জ্বালানি সাশ্রয় -হিমেল
আমি আমার প্রয়োজন অনুয়ায়ী আমার ই-বাইক ব্যবহার করতে পারি এবং এটা কেনার ক্ষেত্রে আমার সব সময় অগ্রাধিকার থাকে জ্বালানী সাশ্রয়। বিগত ৬ মাস যাবত আমি Green Tiger Falcon XR ই-বাইক ব্যবহার করছি এবং প্রায় ১৫০০ কিমি রাইড করেছি। এই ই-বাইকটা রাইড করে আমার কাছে কেমন মনে হয়েছে সেগুলো বিষয় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো।
পারফরমেন্স
আমার কাছে এই ই-বাইকের পারফরমেন্স অনেক বেশি ভালো লেগেছে। আমি যে উদ্দেশ্যে কিনেছিলাম সেটা পুর্ন করতে সক্ষম হয়েছে এই ই-বাইক। শহরের মধ্যে চলাচলে আমাকে অনেক ভালো সাপোর্ট দিয়ে থাকে এই Green Tiger Falcon XR।
ব্যাটারি
আমার কাছে ব্যাটারির মাইলেজ একটু কম মনে হয়েছে । এই ব্যাটারি ফুল চার্জ হতে সময় নেয় ৬-৭ ঘন্টা এবং মাইলেজ দেয় ৪৫-৫০ কিমি । এদিকে আমি যদি পিলিয়ন নিয়ে রাইড করি তাহলে দেখতে পাই যে মাইলেজ ৩৫-৪০ কিমি এ নেমে আসে। সব মিলিয়ে আমি মনে করি যে ব্যাটারি মাইলেজ বাড়ানো দরকার আছে।
আরাম ও কন্ট্রোল
এটা রাইড করে আমার কাছে আরাম, কন্ট্রোল বেশ ভালো লেগেছে। ব্রেকিং থেকে শুধু করে সব কিছুর ফিডব্যাক অনেক ভাল পেয়েছি।
ইলেকট্রিক্যাল
আমার কাছে শহরের মধ্যে রাইড করে এর হেডল্যাম্পের আলোটা পর্যাপ্ত বলে মনে হয়েছে। এছাড়া অন্যান্য যে ইলেকট্রিক্যাল ফিচারস রয়েছে সেগুলোও অনেক ভালো।
মেইন্টেনেন্স
আমার কাছে মেইন্টেনেন্স খরচ প্রতিদিন হিসাব করলে ১০০ টাকা সব কিছুর অবচয় মিলিয়ে বলে মনে হয়েছে। আমি বলবো যে খরচ তুলনামূলক কম আছে।
স্পেয়ার পার্টস ও সার্ভিস
আমি Green Tiger Falcon XR ই-বাইক সাধারণত রাজশাহীর গ্রীন টার্গেট শোরুম থেকে করিয়ে থাকি। তাদের সার্ভিস আমার কাছে ভালো লেগেছে এবং সকল পার্টস সেখানে পাওয়া যায়।
সব মিলিয়ে ই-বাইক ব্যবহার করে আমার কাছে অনেক ভালো লেগেছে যারা ই-বাইক কিনতে চান তাদের আমি বলবো যে লিথিয়াম ব্যাটারি যে সকল ই-বাইকের সাথে রয়েছে সেই সব ই-বাইক কেনা উচিত , তাহলে মাইলেজ অনেক ভালো পাওয়া যাবে।