Owned for 1year+ [] Ridden for 5000-10000km
This user provides ratings about this bike

8 out of 10





This bike is purchased from Green Target, Rajshahi
Akij Duronto ই-বাইক ব্যবহারের অভিজ্ঞতা সীমান্ত

বাংলাদেশে ই বাইকের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে , এর প্রধান কারণ হল ই বাইক ইজি টু রাইড, কোন ড্রাইভিং লাইসেন্স বা রেজিস্ট্রেশন এর ঝামেলা নাই ইত্যাদি বিভিন্ন কারনে মানুষ এখন ই বাইক কেনার প্রতি আগ্রহ দেখাচ্ছে। একজন ছাত্র হিসেবে আমিও চাই এমন একটি বাইক যা সেফটি নিশ্চিত করে ঝামেলাবিহীনভাবে রাইড। আমার পরিবারেরও আগ্রহ ই-বাইক কেনার প্রতি কারণ ই বাইকের স্পীড কম , কিছু সেফটি ফিচারস আছে এবং শহরের মধ্যে চলাচলের জন্য বেস্ট একটা বাইক । আমি নিজেও ই বাইক কেনার আগে আমার বন্ধুর ই বাইক চালিয়েছি এবং আমার পছন্দ হয়েছে তাই সব মিলিয়ে ঠিক করি যে ই বাইক কিনবো। বর্তমানে আমি ব্যবহার করছি আকিজ ব্রান্ডের একটি ই-বাইক যার নাম Akij Duranto । এই ই বাইকটি আমি প্রায় ১০ মাস যাবত ব্যবহার করছি আজকে আমি আমার এই ১০ মাসের Akij Duranto ই বাইকের ব্যবহার অভিজ্ঞতা শেয়ার করবো।
প্রথমে বলি এর কিছু ভালো দিক নিয়ে
•১০ মাস ব্যবহার করে আমি এর ব্যাটারী ফিডব্যাক নিয়ে এখনও অনেক সন্তুষ্ট আছি। এখানে ১২ ভোল্টের একটি ব্যটারি ব্যবহার করা হয়েছে যা ফুল চার্জ দিলে বর্তমানে ৭০-৭২ কিলোমিটার মাইলেজ দেয়। অন্যদিকে শহরে চলাচলের জন্য পারফেক্ট একটি বাইক কারণ আমি আমার দৈনন্দিন যাতায়াত অনায়াসেই করতে পারি এবং আমার কাছে ফুল চার্জ দিলে প্রায় ২ দিন ব্যাক আপ দেয় ।
•আরামদায়ক রাইড, ইজি টু রাইড যার কারনে আমি এটার প্রতি বেশি আকৃষ্ট। শহরের রাস্তায় এটি নিয়ে চলাচল কর বেশ প্রশান্তি অনুভব করি কারণ এখানে কোন ইঞ্জিনের শব্দ নেই, গিয়ার শিফটিং এর ঝামেলা নেই, ড্রাইভিং লাইসেন্স বা রেজিস্ট্রেশনের কোন ঝামেলা নাই যার ফলে আমি আমার রাইড অনেক উপভোগ করি।
•বিল্ড কোয়ালিটি আমার কাছে অনেক শক্তিশালী মনে হয়েছে কারণ আমি অনেক দিন যাবত ব্যবহার করে দেখলাম যে এর যে বডি পার্টস আছে সেগুলো অনেক মজবুত।
•লং ট্যুরের মধ্যে আমি রাজশাহী থেকে নাটোর গিয়েছি কিন্তু সেদিন ব্যাক করিনি। এক্ষেত্রে রাস্তা হবে প্রায় ৪৫ কিমি এবং আমি পিলিয়ন নিয়ে এই রাস্তা ঝামেলাবিহিনভাবে রাইড দিয়েছি এবং বাইকের পারফরমেন্সে কোন কমতি পাইনি।
•এই ই বাইকের সেফটি ফিচারসের মধ্যে আমার কাছে ভালো লেগেছে রিমোট সিস্টেমটা । আমি চাইলেই রিমোট দিয়ে আমার বাইক অন অফ করতে পারি এবং বাইক থেকে দূরে কোথায় গেলে তা চেক করতে পারি। এটা বর্তমানে অনেক কার্যকরী একটি ফিচারস।
এইবার বলি এই বাইকের কিছু মন্দ দিক
•আমার কাছে মনে হয়েছে যে এই ই বাইকের সাইজ একটু বড় হলে ভালো হত কারণ আমার মত যারা লম্বা (৬ ফুট ১ ইঞ্চি) রাইডার আছেন তাদের একটু হাত ভাঁজ করে রাইড করতে হয় যেটা অনেকক্ষণ রাইডের জন্য একটু কষ্টকর।
•হেডল্যাম্পের আলো আমার কাছে মোটেও সুবিধার মনে হয়নি।
•হ্যান্ডেলবারের সাইজ আরেকটু বড় হলে ভাল হত ।
এই ছিলো আমার Akij Duranto নিয়ে ১০ মাসের রাইডিং অভিজ্ঞতা । আশা করি আপনারা এই ই বাইক সম্পর্কে ভালো মন্দ একটি ধারণা পেলেন এবং যারা এই ই বাইক কিনতে চান, আমার পরামর্শ থাকবে কেনার জন্য। ধন্যবাদ।