2023-03-28
বৃষ্টির দিনে ই বাইক ব্যবহারে যে সকল বিষয়ে সতর্ক থাকতে হবে

আমাদের নিত্যদিনের যাতায়াত সহজ করার স্বার্থে আমরা আমাদের প্রয়োজনেই হউক বা সখের বসেই হউক অথবা রাইডিং সহজ হউয়ার কারনে হউক, ই বাইক কিনে থাকি। কিন্তু প্রতিটা যানবাহনের মৌসুমভেদে আলাদা যত্নের প্রয়োজন হয় যেমন বর্ষাকাল আমাদের খুব কাছে আর ই-বাইক যেহেতু একটি সেনসিটিভ যান তাই বৃষ্টির দিনে ই বাইক নিয়ে পথচলার ক্ষেত্রে কিছুটা সতর্কও থাকা লাগে।
বৃষ্টির দিনে ই বাইক নিয়ে চলার সময় কি কি বিষয়ের দিকে বেশি খেয়াল রাখবেন তা নিম্নে উল্লেখ করা হলোঃ
-রাস্তা ভেজা হলে সবার আগে আপনাকে সতর্ক থাকতে হবে কোনভাবেই যে ব্যাটারীতে পানি স্পর্শ না করে। এই ক্ষেত্রে যে সব রাস্তায় বেশি পরিমানে পানি জমা হয়ে আছে সে সকল রাস্তা এড়িয়ে চলা সবচেয়ে কাম্য।
-আপনার ই বাইকের ব্রেক সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করুন কারন পানি কোনভাবে ব্রেক স্পর্শ করলে বাইকের ওপর আপনার কন্ট্রোল হারানোর সম্ভাবন আছে। পানি যদি কোন গিয়েও থাকে চেষ্টা করুন রৌদে রেখে সেটা শুকিয়ে নেওয়া অথবা শুকনা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেওয়া।
-চার্জার পয়েন্টে কোনভাবে পানি না যায় সেটা ভালভাবে লক্ষ্য রাখুন। এইরকমটা হলে বাজেরকমের ক্ষতি হয়ে যেতে পারে।
-বৃষ্টির দিনে বা ভেজা রাস্তায় কোন যানবাহনই ওভার স্পীডে চালানো যাবে না, যদি আপনি ওভার স্পীডে চালান তাহলে নির্ঘাত আপনি ব্যালেন্স হারাবেন এবং যে কোন জায়গায় দুর্ঘঠনায় পতিত হবেন।
-ইউজার ম্যানুয়ালে উল্লেখিত টায়ার প্রেসারে আপনার ই বাইক ব্যবহার করুন। এতে আপনি পথের সাথে সঠিক ব্যালেন্সে চলতে পারবেন। ইউজার ম্যানুয়ালে যে টায়ার প্রেসার উল্লেখ করা আছে তার কমও রাখবেন না বেশিও রাখবেন না।
-ভেজা রাস্তা তো যথাসম্ভব এড়িয়ে যাবেনই, ডোবা রাস্তায় আপনার ই বাইক চালানোর কথা ভুলেও মনে আনবেন না।