
বৈদ্যুতিক টু-হুইলারের চাহিদা বাড়ার সাথে সাথে, অটোমোবাইল সংস্থাগুলি যে এই ক্ষেত্রটিতে পুরোদমে কাজ শুরু করবে তা এক প্রকার সবার ধারনাতেই ছিল। তাই সময় ক্ষেপন না করে নিজেদের নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল কোম্পানীটি৷ বিদ্যুৎ চালিত স্কুটারটির নাম Yamaha EMF। EC-05-এর পর এটি হল কোম্পানীটির ইলেকট্রিক স্কুটারের দ্বিতীয় মডেল। ২০১৯-এ প্রথম মডেলের বৈদ্যুতিক টু-হুইলারটি বিশ্ববাজারে উন্মোচিত করেছিল Yamaha।
ইএমএফ (EMF) ই-স্কুটারটি তাইওয়ানের টেক জায়ান্ট Gogoro-র সাথে যৌথভাবে নির্মাণ করেছে ইয়ামাহা (Yamaha)। এখানে জানিয়ে রাখা ভাল যে, ভারতের বৃহত্তম টু-হুইলার প্রস্তুতকারক কোম্পানী হিরো মোটোকর্প (Hero MotoCorp)-ও এই তাইওয়ানের সংস্থাটির সাথে নিজেদের ইলেকট্রিক ভেহিকেল আনার জন্য চুক্তিবদ্ধ হয়েছে।
সংক্ষেপে জেনে নেওয়া যাক Yamaha EMF-এর ফিচার্স ও মোটর সম্পর্কে।
ইয়ামাহা ইএমএফ ফিচার্স
ইয়ামাহা ইএমএফ কিছু নতুনত্ব এলিমেন্টের সাথে আসতে চলেছে। একটি টুইন পড হেডলাইট ক্লাস্টারটি ভবিষ্যতের প্রযুক্তি সম্পর্কে ধারণা দিয়েছে। এছাড়াও এতে আছে ডুয়েল এলইডি টেললাইট, ট্রেন্ডি রিয়ার ভিউ মিরর, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, সিঙ্গেল পিস সিট, এবং চওড়া টায়ার।
তিনটি রঙে দেখা মিলবে স্কুটারটি – ডার্ক ব্ল্যাক, ডার্ক গ্রীন এবং লাইট ব্লু। কানেক্টিভিটি ফিচার্সের মধ্যে এতে রয়েছে লাস্ট পার্কিং লোকেশন, টার্ন-বাই-টার্ন নেভিগেশন। এছাড়া অতিরিক্ত হিসেবে এতে এনএফসি (NFC) কার্ডের মাধ্যমে সুইচ অন-অফ ফাংশন দেওয়া হয়েছে। আবার এর ফ্লোরবোর্ডের মাঝামাঝি স্থানে অল্প জায়গাও রয়েছে।
ইয়ামাহা ইএমএফ স্পেসিফিকেশনস
Yamaha EMF-এর মোটরটি থেকে পাওয়া যাবে ১০.৩০ পিএস শক্তি এবং ২৬ এনএম টর্ক। এছাড়া ০-৫০ কিমি প্রতি ঘন্টার গতিবেগ তুলতে এর সময় লাগবে মাত্র ৩.৫ সেকেন্ড। যদিও কোম্পানিটি এর সর্বোচ্চ গতিবেগ সম্পর্কে এখনো কিছু জানায়নি। তবে অনুমান করা হচ্ছে এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় ৮০-১০০ কিমি। এর ব্রেকিং সিস্টেম হিসেবে এর সামনে ও পেছনে রয়েছে যথাক্রমে ২০০ মিমি ও ১৯০ মিমি ডিস্ক ব্রেক।
তাইওয়ানে Yamaha EMF-এর দাম রাখা হয়েছে ১,০২,৮০০ তাইওয়ান ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২.৭৭ লক্ষ টাকার সমান৷ তবে ভারতের বাজারে ই-স্কুটারটি কবে দেখা মিলবে, সে সম্পর্কে কিছু জানায়নি Yamaha কিন্তু আশা করা যাচ্ছে ভারতসহ উপমহাদেশের বাজারে ই বাইকের যে চাহিদা দেখা যাচ্ছে তাতে খুব সম্প্রতিই ভারতীয় বাজারসহ বাংলাদেশের বাজারেও সহজেই দেখা মিলবে Yamaha এর ই বাইক সমুহের।