
করোনা মহামারির প্রকোপ এখনও কমেনি তাই অনেকেই নিজ নিজ বাহন দিয়ে ছুটছেন গন্তব্যে। নিজ বাহনের ক্ষেত্রে বেশি প্রাধান্য দেওয়া হয় বাইককে কারন এই বাইক নিয়ে বিভিন্ন স্থানে খুব সহজেই যাতায়াত করা যায়। যাদের বাইক কেনার বাজেট কম কিংবা কমদামের মধ্যে নিরাপদে বাইকের অনুভুতি পেতে চান তারা অনেকেই ইলেকট্রিক বাইক খুঁজেন। যারা কম দামের মধ্যে ইলেকট্রিক বাইক খুঁজছেন তাদের জন্য এবারে রয়েছে সু-খবর কারন এখন ৩০,০০০ টাকার মধ্যে পাওয়া যাবে ই-বাইক বা ইলেকট্রিক স্কুটার।
ভারতের বাজারে আপনি চাইলে পেতে পারেন ৩০,০০০ টাকার কমেও ইলেক্ট্রিক স্কুটি। এই কোম্পানিগুলো আপনার জন্য নিয়ে এসেছে তাদের বিখ্যাত কিছু স্কুটি। প্রতিটি স্কুটির দামই ৩০,০০০ টাকার কম বা তার ভিতর। স্কুটারগুলোতে কী কি সুবিধা রয়েছে এবং দাম কেমন সেগুলো এক নজর দেখে নেওয়া যাক।
Avon E Lite

প্রথমে যে স্কুটারটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হল Avon E Lite। এই স্কুটারের রয়েছে ইলেকট্রিক BLDC মোটর যা 220W শক্তি সম্পন্ন। অন্যদিকে স্কুটারটি এক চার্জে চলবে ৫০কিমি। এই স্কুটারটির সর্বোচ্চ গতি ২৪ কিমি প্রতি ঘণ্টা। ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে ৫-৭ ঘণ্টা সময় লাগবে। অটোমেটিক ট্রান্সমিশনের এই স্কুটারের দুই চাকাতেই রয়েছে ড্রাম ব্রেক ও অ্যালয় হুইল। Avon E Lite এর দাম ২৫,০০০ টাকা।
Komaki Super

দ্বিতীয় যে স্কুটারটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হল Komaki Super। এই স্কুটারের রয়েছে লেকট্রিক হাব মোটর যা 350-500W শক্তি সম্পন্ন। অন্যদিকে স্কুটারটি এক চার্জে চলবে ৬০কিমি। এই স্কুটারটির সর্বোচ্চ গতি ৩৫ কিমি প্রতি ঘণ্টা। ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে ৫-৭ ঘণ্টা সময় লাগবে। অটোমেটিক ট্রান্সমিশনের এই স্কুটারের দুই চাকাতেই রয়েছে ড্রাম ব্রেক ও অ্যালয় হুইল। Komaki Super এর দাম ২৯,৫০০ টাকা।
Ujaas eZy

তৃতীয় যে স্কুটারটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হল Ujaas eZy। এই স্কুটারের রয়েছে লেকট্রিক হাব মোটর যা 250W শক্তি সম্পন্ন তার সাথে রয়েছে 75 Nm টর্ক। অন্যদিকে Ujaas eZy স্কুটারটি এক চার্জে চলবে ৬০কিমি। এই স্কুটারটির সর্বোচ্চ গতি ২৬ কিমি প্রতি ঘণ্টা। ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে ৬ -৭ ঘণ্টা সময় লাগবে। অটোমেটিক ট্রান্সমিশনের এই স্কুটারের এর সামনে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে হাইড্রোলিক ফর্ক ব্যবহার হয়েছে। Ujaas eZy স্কুটারের দাম ৩১,৮০০ টাকা।
Ampere V48

এখন পর্যন্ত যে স্কুটারগুলো আপনাদের সামনে তুলে ধরলাম সেগুলোর মধ্যে অন্যতম সেরা স্কুটার হল Ampere V48। ই স্কুটারের রয়েছে লেকট্রিক হাব মোটর যা 250W শক্তি সম্পন্ন তার সাথে রয়েছে 75 Nm টর্ক। অন্যদিকে Ujaas eZy স্কুটারটি এক চার্জে চলবে ৪৫-৫০ কিমি। এই স্কুটারটির সর্বোচ্চ গতি ২৬ কিমি প্রতি ঘণ্টা। ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে ৮-৯ ঘণ্টা সময় লাগবে। এই স্কুটারের দুই চাকায় থাকছে অ্যালয় হুইল ও ড্রাম ব্রেক। সামনে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে হাইড্রোলিক ডুয়াল শক অ্যাবজর্বার ব্যবহার হয়েছে। Ampere V48 স্কুটারটি কিনতে আপনাকে ৩০,০০০ টাকার একটু বেশি খরচ করতে হবে। এর দাম ৩৪,২৯৯ টাকা।
যেহেতু ভারতের বাজারে এই স্কুটারগুলো আসছে এবং খুব স্বল্পমুল্যে পাওয়া যাবে তাই স্বভাবতই আমাদের দেশের বাজারেও অদূর ভবিষ্যতে আসবে এবং গ্রাহকদের চাহিদা মিটিয়ে দেশের বাজারে ইলেকট্রিক বাইকের ভালো একটি মার্কেট তৈরি হবে।
তথ্যসুত্রঃ এই সময় নিউজ।