আকিজ গ্রুপ হচ্ছে বাংলাদশরে অন্যতম বৃহত্তম ব্যবসায় প্রতিষ্ঠান । ১৯৪০-এ আকিজ গ্রুপ প্রতিষ্ঠিত হয় শিল্পপতি শেখ আকিজ উদ্দীন র্কতৃক । এদের টেক্সটাইল, তামাক, সিরামিক, প্রিন্টিং ও প্যাকেজিং, ঔষধ, ভোক্তা পন্য সহ ইলেকট্রিক বাইক তৈরিতে খাত রয়েছে । বর্তমান ইলেকট্রিক বাইকের ঊর্ধ্বমুখী চাহিদার কথা বিবেচনা করে আকিজ বাজারে বেশ কিছু আকর্ষণীয় ইলেকট্রিক বাইক বাজারজাত করে ।
আকিজের কিছু ইলেকট্রিক বাইকের তথ্য নিম্নরুপঃ
আকজি দুরবার
আকিজ দুরবার যার বর্তমান বাজার মূল্য ১,১০,০০০ টাকা । দুরবার মডেলটি কেবল মাত্র লাল-কালো্ রঙয়ের সংমিশ্রণে বাজারে পাওয়া যাচ্ছে । বাইকটি চার্জ হতে সময় নেয় প্রায় ৮ ঘণ্টা ও একটানা ৬৫ কি.মি পথ অতিক্রম করতে সক্ষম এবং বাইকটির কার্ব ওয়েট প্রায় ৯৫ কেজি ।
আকিজ দুর্দান্ত ভি৬
আকিজ দুর্দান্ত ভি৬ এর বর্তমান বাজার মূল্য ১,৫২,৫০০ টাকা ।দুর্দান্ত V6 বাইকটি খুব চমৎকার কমলা-কালো রঙয়ের স্পোর্টি লুকের সংমিশ্রণে বাজারে পাওয়া যাচ্ছে । বাইকটির কার্ব ওয়েট প্রায় ১২০ কেজি । বাইকটি চার্জে সময় নেয় ৭ ঘণ্টা ও এক চার্জে প্রায় ৬৫ কি.মি পথ অতিক্রম করতে পারে ।
আকিজ দুরন্ত
আকিজ দুরন্ত বাইকটির বর্তমান বাজার মূল্য ১,১০,০০০ টাকা ।আকিজ দুরন্ত বাইকটি বাজারে শুধু লাল রঙেয়ের বাজারে উপস্থিত ।বাইকটি ফুল চার্জে সময় নেয় প্রায় ৮ ঘণ্টা ও এক চার্জে প্রায় ৫৫ কি.মি পথ অতিক্রম করতে পারে। বাইকটির ওজন প্রায় ১০৫ কেজি ।
আকিজ দুর্জয়
আকিজ দুর্জয় বাইকটির বাজার মূল্য ৮০,০০০ টাকা ।বাইকটির শুধু টিয়া রঙে বাজারে রয়েছে ।বাইকটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় প্রায় ৮ ঘণ্টা ও এক চার্জে প্রায় ৭০ কি.মি পাড়ি দিতে সক্ষম। বাইকটির ওজন প্রায় ৯৫ কেজি ।
আকিজ ঈগল
আকিজ ঈগল বাইকটির বাজার মূল্য ৮৫,২০০ টাকা । বাইকটির লাল-খয়েরি রঙয়ের সমন্বয়ে বাজারে রয়েছে । বাইকটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় প্রায় ৫ ঘণ্টা ও এক চার্জে প্রায় ৪০ কি.মি পাড়ি দিতে সক্ষম । বাইকটির ওজন প্রায় ৭০ কেজি ।
আকিজ পঙ্খিরাজ
আকিজ পঙ্খিরাজের বাজার মূল্য ৮৫,২০০ টাকা । বাইকটির কমলা রঙে বাজারে পাওয়া যাচ্ছে ।আকিজের ঈগল বাইকটি চার্জ হতে সময় নেয় প্রায় ৬ ঘণ্টা ও একটানা ৭০ কি.মি পথ অতিক্রম করতে সক্ষম । বাইকটির ওজন প্রায় ৯২ কেজি ।
আকিজ রোমিও

এই প্রথম আকিজ কোম্পানি বাংলাদেশের বাজারে নিয়ে এলো সবচেয়ে আকর্ষণীয় ডিজাইনের একটি ই-বাইক
আকিজ রোমিও বাইকটির বাজার মূল্য ১,২৫,০০০ টাকা ।রোমিও বাইকটিকে আমরা ৪টা রঙে দেখতে পাবো লাল,সবুজ, কালো এবং খয়েরি । বাইকটি চার্জ হতে সময় নেয় প্রায় ৪ ঘণ্টা ও এক চার্জে ৫০ কি.মি পথ অতিক্রম করতে সক্ষম ।বাইকটির ওজন প্রায় ৯০ কেজি।
আকিজ সম্রাট
আকিজ সম্রাট বাইকটির বাজার মূল্য ৮০,০০০ টাকা । আকিজ সম্রাট বাইকটি শুধু কালো রঙে বাজারে পাওয়া্ যাচ্ছে । বাইকটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় প্রায় ৮ ঘণ্টা ও এক চার্জে ৬০ কি.মি পথ অতিক্রম করতে পারে । বাইকটির ওজন প্রায় ৯৫ কেজি ।
আকিজ সাথী
আকিজ সাথী বাইকটির বাজার মূল্য ৮০,০০০ টাকা । বাইকটির শুধু বেগুনি রঙে বাজারে পাওয়া যাচ্ছে । বাইকটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় প্রায় ৬ ঘণ্টা ও একটানা ৪০ কি.মি পথ যেতে সক্ষম ।আকিজ সাথী বাইকটির ওজন প্রায় ১০০ কেজি ।