Md Robin Mahmud Suhat

মোঃ রবিন মাহমুদ সুহাত। ঘুরতে ভালোবাসেন। বাইক নিয়ে প্রথমে ঘুরেছেন দেশের আনাচে কানাচে। এরপর দেশের সীমানা পেরিয়ে ক্রস-বর্ডার মটো ট্রাভেলিংয়ের জন্য রাইড দিয়েছেন অল ইন্ডিয়া ট্যুর

সংক্ষিপ্ত পরিচিতি


নাম মোঃ রবিন মাহমুদ সুহাত
নাম(ইংরেজীতে) Md Robin Mahmud Suhat
জন্ম তারিখ 1985-05-10
ড্রাইভিং লাইসেন্স 2017-03-10
ট্রেনিং বাইক Honda H100S
স্বপ্নের বাইক
বর্তমান বাইক Hero Thriller 160R Fi ABS DD   

জাতীয় অর্জন


2021-02-15 ৮দিনে ৬৪ জেলা ট্যুর ২০২১ ⇓
৮দিনে ৬৪ জেলা ট্যুর ২০২১

১৫ই ফেব্রুয়ারী ২০২১শে যাত্রা শুরু করে দেশের ৬৪জেলাকে ছুয়ে ২৩শে ফেব্রুয়ারী ২০২১ এ ট্যুর সমাপ্ত করা হয়। এই ৮দিনে দেশের ৬৪জেলাকে ঘুরতে ৩৮৫০কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে

2021-02-15

2022-02-02 ৬৪ জেলা ট্যুর ২০২২ ⇓
৬৪ জেলা ট্যুর ২০২২

রোড সেফটি ও সচেতনতাকে সামনে রেখে ২০২২সালের ২রা ফেব্রুয়ারী তিনি দেশের ৬৪জেলা ভ্রমন শুরু করেন। প্রতিটি জেলায় তিনি রোড সেফটি বিষয়কে হাইলাইট করেন বাইকার ও সাধারনের মাঝে। ২৫শে ফেব্রুয়ারী ২০২২ তারিখে ৪৮০০কিমি পথ পাড়ি দেবার মাধ্যমে তার ভ্রমনটি শেষ হয়।

2022-02-02

আন্তর্জাতিক অর্জন


2022-09-17 অল ইন্ডিয়া ট্যুর ২০২২ ⇓
অল ইন্ডিয়া ট্যুর ২০২২

২০২১ এবং ২০২২ এ পর পর দুইবার দেশের ৬৪ জেলা ট্যুর শেষ করে ক্রস-বর্ডার ট্যুরকে সামনে রেখে হিরো থ্রিলার বাইক নিয়ে তিনি ইন্ডিয়ার উদ্দেশ্যে ট্যুর শুরু করেন। তিনি ৭১ দিনে ২০১৮৬ কিলোমিটার রাইড করেন। পৃথিবীর উচুতম কিছু রাস্তায়, বরফের রাস্তায়,মরুভূমিতে,খুব বাজে ধরনের ভাঙ্গা রাস্তায় রাইডে সর্বস্থায় সংগী ছিলো হিরো থ্রিলার। ২৬শে নভেম্বর ২০২২ এ ট্যুরটি শেষ করেন।

2022-09-17

MV Studio


সামাজিক যোগাযোগ


পাতাটি ৭৪৩ বার দেখা হয়েছে