নাম | ফাহিম হোসেন রনি |
নাম(ইংরেজীতে) | Fahim Hosen Roni |
জন্ম তারিখ | 1993-05-22 |
ড্রাইভিং লাইসেন্স | 2016-05-12 |
ট্রেনিং বাইক | Honda H100S |
স্বপ্নের বাইক | Triumph Tiger 800 |
বর্তমান বাইক | Hero Thriller 160R Fi ABS DD |
রাইডটি বাংলাবান্ধা থেকে শুরু হয়ে তামাবিল গিয়ে শেষ হয়। চ্যালেঞ্জিং এই রাইডটি ১১ই মার্চ ২০১৮তে ঢাকা পথচলা শুরু হয়। বাংলাবান্ধা-ভিতরগড়-হাড়িভাসা-টুনিরহাট-ভাউলাগঞ্জ-চিলাহাটি-গমনাতির বাজার-খোকারহাট-ডালিয়া-তিস্তা ব্যারেজ-তিনবিঘা করিডোর-দহগ্রাম-আংগরপোতা-তিনবিঘা করিডোর-হাতিবান্ধা-লালমনিরহাট-কুড়িগ্রাম-চিলমারি-রৌমারি-লাউচাপরা-গজনি-মধুটিলা-চার আলী বাজার-কদমতলী বাজার-কালিকাবাড়ি গুদারা ঘাট-বাঘপাড়া-দুর্গাপুর-কলমাকান্দা-বরুয়াকোনা-তেরথোপা-ট্যাকেরঘাট-নীলাদ্রী লেক-আদাং-মংগলকাটা বাজার-পুর্ব বাংলা বাজার-লাফার্জ সীমান্ত ফাড়ি-ভোলাগঞ্জ-বিছানাকান্দি-হাদারপার-সোনারহাট বিজিবি ক্যাম্প-পান্তুমাই-খাসিয়া পুঞ্জি-জাফলং-তামাবিল রুটে দীর্ঘ ছয়দিন রাইডার হিসেবে আরো ছিলেন আব্দুল মোমেন রোহিত, সাইফুল ইসলাম শামীম, আব্দুল্লাহ আল মোমিন সহ আরো অনেকে।
2018-11-03
দেশের ভেতরে বাইক ট্যুরের একটি জনপ্রিয় রুট হলো টেকনাফ থেকে তেতুলিয়া। প্রায় ১০০০কিমি দীর্ঘ পথটি বাইকারদের প্রাথমিক সক্ষমতা জানান দেবার অন্যতম রুট। রনি এই দীর্ঘ পথটি পাড়ি দেন মাত্র ১৪ঘন্টা ২৬মিনিটে।
https://www.youtube.com/watch?v=aviEJYvLSz4
2020-02-01
এমন একটি অর্জন যেটি পুরো পরিবারের সাথে প্রতিটি মুহুর্তে। Tour De Bangladesh বা বাংলাদেশ ভ্রমন তাও স্ত্রী-কন্যা একই সাথে একই বাইকে করে ৬৪জেলা ঘুরেছেন। উদ্দেশ্য ছিলো ৮বছরের মেয়ে জাফরিন হোসেন(বাবাই)কে দেশের প্রতিটি প্রান্ত দেখানো। ১৫ই ফেব্রুয়ারী ২০২১ এ যাত্রা শুরু করে দেশের প্রতিটি জেলা ছুয়ে ২৩শে মার্চ ২০২১ ভ্রমনটি শেষ হয়।
https://www.motorcyclevalley.com/watch/video/1645301290/
2021-02-15
Fahim Hosen Roni হালকা পাতলা গঠনের হাসিখুশি ছেলে। কিন্তু মনের বল অসাধারন। বাইকে চেপে টেকনাফ-তেতুলিয়া ট্যুর দিয়েছেন মাত্র ১৪ঘন্টা ২৬মিনিটে। এই অসামান্য সাফল্যের গল্প শেয়ার করেছেন সবার সাথে।
2020-04-19
পাতাটি ১৮৮৩ বার দেখা হয়েছে