SI Shawon

পাহাড় চুড়া অবিরত হাতছানি দেয় শহিদুল ইসলাম শাওনকে। তাই পাহাড়ের ডাকেই ছুটে যান কখনও দেশে কখনও বিদেশে প্রিয় বাহন বাইক নিয়ে। বাইকে ঘুরেছেন লাদাখ-কাশ্মির।

সংক্ষিপ্ত পরিচিতি


নাম শহিদুল ইসলাম শাওন
নাম(ইংরেজীতে) Shohidul Islam Shawon
জন্ম তারিখ 1992-06-09
ড্রাইভিং লাইসেন্স 2019-05-06
ট্রেনিং বাইক Honda 50
স্বপ্নের বাইক Kawasaki Ninja H2R
বর্তমান বাইক Hero Thriller 160R Fi ABS SD   

জাতীয় অর্জন


2020-09-02 তেতুলিয়া থেকে টেকনাফ ২০২০ ⇓
তেতুলিয়া থেকে টেকনাফ ২০২০

বাইকারদের কাছে অন্যতম জনপ্রিয় রুট যা টিটি নামেও পরিচিত। তিনি তেতুলিয়া থেকে রাত ১১টায় রওনা দিয়ে রাত ৯টায় টেকনাফ পৌছেন। ২২ঘন্টায় বাইক নিয়ে রাইড করেন প্রায় ১০০০কিমি।

2020-09-02

2022-05-03 তেতুলিয়া থেকে টেকনাফ ২০২২ ⇓
তেতুলিয়া থেকে টেকনাফ ২০২২

২০২০ সালে টিটি ট্যুর দিয়ে আত্ন বিশ্বাস তৈরী হয়েছিলো আরেকট ট্যুরের। আর তাই ২০২২ এর ৩রা মে রাত ১টায় তেতুলিয়া থেকে রওনা দিয়ে বিকেল ৬টায় পৌছেন টেকনাফে।

2022-05-03

2023-04-23 ক্রস কান্ট্রি ২০২৩ ⇓
ক্রস কান্ট্রি ২০২৩

২৩ শে এপ্রিল ২০২৩ তারিখ ভোর ৭:৩০ এ যাত্রা শুরু করে তামাবিল থেকে ভোমরা এবং পরে তেতুলিয়া থেকে টেকনাফ পৌছেন ২৭সে এপ্রিল ২০২৩ সন্ধ্যা ৭টায়। এককভাবে ৫দিনে এই ট্যুর সম্পন্ন করতে তাকে পাড়ি দিতে হয় প্রায় ৩৩০০+কিমি পথ।

2023-04-23

আন্তর্জাতিক অর্জন


2022-07-13 ইন্ডিয়া ট্যুর ২০২২ ⇓
ইন্ডিয়া ট্যুর ২০২২

সফর করা সুন্নাত তাই সুযোগ পেলেই তিনি বেরিয়ে পড়েন আল্লাহর নিদর্শন প্রকৃতির দেখার জন্য। বাংলাদেশের আনাচে কানাচে ঘোরা শেষ করার পরে, হুট করেই ভারত ভ্রমণের নেশা চলে এসেছিল যেই ভাবা সেই কাজ হুট করেই ১৩/০৭/২০২২তারিখ বেরিয়ে পড়েন ঢাকা থেকে ভারতের উদ্দেশ্যে এবং ঘুরে আসেন পাঞ্জাব, হারিয়ানা, লুধিয়ানা, জাম্মু,কার্গিল, লাদাখ,মানালি,সিমলা। ১৬দিনের সফরে বিচিত্র বিষয় জানার ও শেখার সৌভাগ্য হয় তার। পরিচিত হন ভিন্ন এলাকায় ভিন্ন মানুষদের সঙ্গে।

2022-07-13

MV Studio


সামাজিক যোগাযোগ


পাতাটি ১১৯৯ বার দেখা হয়েছে