নাম | শহিদুল ইসলাম শাওন |
নাম(ইংরেজীতে) | Shohidul Islam Shawon |
জন্ম তারিখ | 1992-06-09 |
ড্রাইভিং লাইসেন্স | 2019-05-06 |
ট্রেনিং বাইক | Honda 50 |
স্বপ্নের বাইক | Kawasaki Ninja H2R |
বর্তমান বাইক | Hero Thriller 160R Fi ABS SD |
সফর করা সুন্নাত তাই সুযোগ পেলেই তিনি বেরিয়ে পড়েন আল্লাহর নিদর্শন প্রকৃতির দেখার জন্য। বাংলাদেশের আনাচে কানাচে ঘোরা শেষ করার পরে, হুট করেই ভারত ভ্রমণের নেশা চলে এসেছিল যেই ভাবা সেই কাজ হুট করেই ১৩/০৭/২০২২তারিখ বেরিয়ে পড়েন ঢাকা থেকে ভারতের উদ্দেশ্যে এবং ঘুরে আসেন পাঞ্জাব, হারিয়ানা, লুধিয়ানা, জাম্মু,কার্গিল, লাদাখ,মানালি,সিমলা। ১৬দিনের সফরে বিচিত্র বিষয় জানার ও শেখার সৌভাগ্য হয় তার। পরিচিত হন ভিন্ন এলাকায় ভিন্ন মানুষদের সঙ্গে।
2022-07-13
পাতাটি ১৯২১ বার দেখা হয়েছে