নাম | সালেহ্ আহমেদ |
নাম(ইংরেজীতে) | Saleh Ahmed |
জন্ম তারিখ | 1985-12-27 |
ড্রাইভিং লাইসেন্স | 2013-06-19 |
ট্রেনিং বাইক | Suzuki 80cc |
স্বপ্নের বাইক | Royal Enfield |
বর্তমান বাইক | Suzuki Gixxer Monotone |
সময়টা ২০১৭ সালের নভেম্বর। প্রকৃতি, পাহাড় আর সাগরের মাঝে বিলীন হবার উদ্দেশ্য নিয়েই ৩০-০৯-২০১৭ তারিখ ট্যুর শুরু করে ০৪-১০-২০১৭ তারিখে শেষ করা হয়। এই কয়দিনে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কাপ্তাই, বান্দরবান, থানচি, ডিমপাহাড়, আলীকদম, কক্সবাজার, টেকনাফ, সাবরাং ছুয়ে দেখা। অর্থাৎ পাহাড়ের এক মাথা দিয়ে ঢুকে আরেক মাথা দিয়ে বের হয়ে সাগর কন্যাকে দেখে বাড়ী ফেরা। লোমহর্ষক এই সলো রাইড তার জীবনের একটি বড় অর্জন।
https://www.facebook.com/photo/?fbid=1986277458311354&set=a.1986275411644892
2017-09-30
বাইকে চেপে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ানো যার নেশা। সে নেশায় বাইকের চাকার ছাপ ফেলেছেন সমুদ্র থেকে পাহাড়ে। সর্বাবস্থায় সেফটি রাইডকে গুরুত্ব দেন। “দুই চাকায় বাংলাদেশ” এর প্রতিষ্ঠাতা সালেহ আহমেদ রয়েছেন এবারের পর্বে। শেয়ার করেছেন তারা জানা অজানা অনেক গল্প।
https://www.youtube.com/watch?v=jdoO2C_46ZE
2019-04-21
পাতাটি ২৭২২ বার দেখা হয়েছে