নাম | স্যাডি তুষার |
নাম(ইংরেজীতে) | Sady Tushar |
জন্ম তারিখ | 1997-01-01 |
ড্রাইভিং লাইসেন্স | 2017-01-01 |
ট্রেনিং বাইক | Dayang 50 |
স্বপ্নের বাইক | Honda CBR1000R |
বর্তমান বাইক | Honda CBR 150R Bajaj Discover 100 |
টেকনাফ-তেতুলিয়া রাইড নিয়ে বাংলাদেশের অনেক বাইকার ই স্বপ্ন দেখে, সাদি তুষারও সেই স্বপ্নটা দেখেছিলেন আরো ২-৩ বছর আগে । কিন্তু বার বার প্ল্যান করেও কোন না কোন কারণে রাইডটা ক্যান্সেল হয়েছে । তাই এইবার আর সেভাবে প্ল্যান করতে যাননি, হুট করেই বেড়িয়ে পড়েছিলেন চারজন । জুন মাসের ১৫তারিখে রাতে নাটোর থেকে রওনা দিয়ে তেতুলিয়া পৌছালেন ১৬ তারিখ সকালে । সেদিন বিকেল ৫টা ৩০ এর দিকে তেতুলিয়া থেকে রওনা দিয়ে পরের দিন অর্থাৎ ১৭ তারিখ বিকেল প্রায় ৫টার দিকে পৌছান টেকনাফ ০ পয়েন্টে ।
2022-06-16
পাতাটি ১১৮৮ বার দেখা হয়েছে