নাম | মোঃ ইমরান খান |
নাম(ইংরেজীতে) | Md.Imran khan |
জন্ম তারিখ | 1980-12-25 |
ড্রাইভিং লাইসেন্স | 2010-09-23 |
ট্রেনিং বাইক | Yamaha Crux |
স্বপ্নের বাইক | BMW S 1000 RR |
বর্তমান বাইক | Yamaha Vixion |
কেওক্রাডং সামিটকে টার্গেট করে প্রথম প্রচেষ্টায় তিনি বগালেক পর্যন্ত যেতে পারেন। ফিরে আসতে বাধ্য হন খুবই দুর্গম এবং অসম্পূর্ণ রাস্তার কারনে। তখনও মাত্র রাস্তা বানানোর কাজ চলমান ছিলো। ধুলো ও অফরোড এবং ভয়াবহ পাহাড়ি ঢাল সাক্ষাৎ মৃত্যুর খুব কাছ থেকে ফিরে আসা। সে রাইডে তিনি লিফান কেপিটি বাইক ব্যাবহার করেছিলেন। পরেরবার আবার চেষ্টা করেন মিশন কেওক্রাডং এর। এবার সফল হন। ১৭টি বাইক নিয়ে গ্রুপ ইএমসি সহ কেওক্রাডং বিজয়ে সক্ষম হন বিজয় দিবসে ১৬ই ডিসেম্বর ২০১৮।
2018-12-14
মি. ইমরান অনেকদিনের একটি স্বপ্ন পুষে রেখেছিলেন বাইক রাইড করে পুরো বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমন করবেন এবং এ বিষয়ে তার প্রথম লক্ষ্য ছিলো সব গুলো জেলার জিরো পয়েন্ট খুজে বের করা এবং ঐ জেলার কিছু ঐতিহ্য খাবার ও ঐ এলাকার মানুষের চালচলন কাজকর্ম সাথে পরিচয় হওয়া। তার কো-রাইডার একজন সিনিয়র বাইকার ওয়াহেদ রেজা রোমেল। মি. ইমরান বি পজিটিভ শুরু করেন ঢাকা থেকে আর রোমেল ভাই শুরু করে বান্দরবান থেকে। ২০১৯ সালে এই ট্যুর টি তারা সম্পন্ন করেন মাত্র ২১ দিনে। সব জেলার জিরো হিসাবে ডিসি অফিস ও সার্কিট হাউজ ভিজিট করেন । এই ট্যুরে প্রচন্ড শীত মাথায় নিয়ে তাদের রাইড করতে হয়। ঐ সময় ৬৪ জেলা বাইকে ভ্রমন তেমন একটা প্রচলন ছিলো না। মি. ইমরান বি পজিটিভ এর অনেক স্মৃতি বিজড়িত ছিলো সেই ট্যুরটি। তার এই বাইক লিফান কেপিটি ১৫০ সিসি ও মি. রোমেল এর লিফান কেপিআর। এই ট্যুরটি ছিলো আগামী প্রজন্মের একটি দৃষ্টান্ত, যা তিনি মনে করেন । এই অসামান্য অর্জনের জন্য তাকে রাসেল ইন্ডাষ্ট্রিজ Men of Steel উপাধি প্রদান করে।
2019-01-12
বাইকে চেপে দেখেছেন সবুজ বাংলার প্রতিটি জেলা, দেশের সীমানা পেরিয়ে জম্মু, কাশ্মীর, খারদুঙলা, লাদাখ সহ ইনডিয়ার জনপ্রিয় পাস পাড়ি দিয়েছেন বাইকে করে। কখনও বরফ ঢাকা রাস্তা আবার কখনও উত্তপ্ত রাজপথ সবই সইতে হয়েছে। পাড়ি দিয়েছেন জোজিলার মতো একস্ট্রিম পাস সহ প্রায় ১৩টি পাস । জয় করেছেন এদেশের বাইকারদের স্বপ্নের জায়গা লাদাখ।
https://www.youtube.com/watch?v=zMGYFOVBwUw
2019-01-20
বাইকে চেপে দেখেছেন সবুজ বাংলার প্রতিটি জেলা, দেশের সীমানা পেরিয়ে জম্মু, কাশ্মীর, খারদুঙলা, লাদাখ সহ ইনডিয়ার জনপ্রিয় পাস পাড়ি দিয়েছেন বাইকে করে। কখনও বরফ ঢাকা রাস্তা আবার কখনও উত্তপ্ত রাজপথ সবই সইতে হয়েছে। #MVStudio তে এবারের পর্বে উপস্থিত ছিলেন জনপ্রিয় বাইক ট্রাভেলার ইমরান। শুনিয়েছেন শিহরন জাগানো তার বাইক ট্রাভেলিংয়ের গল্প
2019-07-26
পাতাটি ১৫০৮ বার দেখা হয়েছে