NS Romman

বাইক নিয়ে অদেখা প্রকৃতি খুঁজে বের করার জন্য ছুটে গেছেন দেশ থেকে দেশান্তরে। বাইকের প্রতি ভালোবাসা , অনুরাগ অনেক বেশি সেজন্য বাইক নিয়ে তার ভ্রমন নেশা কোনভাবেই থেমে থাকেনি। একজন আপাদমস্তক রাইডার হিসেবে তিনি লং রাইড খুব পছন্দ করে এবং কাজের ফাঁকে সময় পেলেই বেড়িয়ে পড়েন নতুন নতুন ভ্রমন কাহিনি আবিস্কার করতে। এছাড়াও আড্ডা দেওয়া, মজাদার খাবার খাওয়া ইত্যাদিতে তার আগ্রহের কোন কমতি নেই।

সংক্ষিপ্ত পরিচিতি


নাম এন এস রোম্মান
নাম(ইংরেজীতে) NS Romman
জন্ম তারিখ 1985-03-06
ড্রাইভিং লাইসেন্স 2017-08-08
ট্রেনিং বাইক Honda H100S
স্বপ্নের বাইক Kawasaki Ninja H2R
বর্তমান বাইক Honda CB 150X   

জাতীয় অর্জন


আন্তর্জাতিক অর্জন


2023-05-14 বাংলাদেশ টু লাদাখ ইন্ডিয়া ২০২৩ ⇓
বাংলাদেশ টু লাদাখ ইন্ডিয়া ২০২৩

মে মাসের ১৪ তারিখ ঘাটাইল,টাঙ্গাইল থেকে খারদুংলা টপ এর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এবং ১৫ মে বাইক ভাড়া নিয়ে দিল্লি থেকে ১৬ তারিখ ভোর বেলা রওনা হয়ে পাঠানকোট,পেহেলগাম, সোনমার্গ, জোজিলা পাস,কার্গিল,ম্যাগনেটিক হিল, লেহ, খারদুংলা টপ, সারচু,মানালি,শিমলা হয়ে ৩১ মে দিল্লি পৌঁছে যান এবং ২রা জুন বাংলাদেশে সুস্থ ভাবেই তার অর্জন সম্পন্ন করে বাংলাদেশের ফিরে আসেন।

2023-05-14

MV Studio


সামাজিক যোগাযোগ


পাতাটি ৭৮১ বার দেখা হয়েছে