নাম | মোঃ ইকরামুল কবির |
নাম(ইংরেজীতে) | Md Ekramul Kobir |
জন্ম তারিখ | 1991-03-18 |
ড্রাইভিং লাইসেন্স | 2016-02-01 |
ট্রেনিং বাইক | Yamaha RX100 |
স্বপ্নের বাইক | Honda CBR1000RR-R Fireblade |
বর্তমান বাইক | Honda CB 150X |
৬জুলাই ২০২২ ঢাকা থেকে রওনা হয়ে বেনাপোল পোর্ট হয়ে কলকাতা প্রবেশ করেন। ২য় দিন কলকাতা থেকে ঝাড়খান্ড পর্যন্ত প্রায় ৪০০ কিলোমিটার রাইড করা হয়।৩য় দিন ঝাড়খান্ড ঘুরাঘুরি করি শেষে চতুর্থ দিন ঝাড়খান্ড থেকে ৬০০ কিলোমিটার লাখনাও যাওয়া হয়।৫ম দিন লাখনাও থেকে আগ্রা হয়ে দিল্লী। ৩দিন দিল্লী ঘুরাঘুরির পরে ৮ম দিন রাতে দিল্লী থেকে ৬৭৫কিলোমিটার জুম্মু কাশ্মীর। ৯ম দিনে জুম্মু কাশ্মীর থেকে ২০০ কিলোমিটার কাশ্মীর পৌছান।১০ম দিনে কাস্মীর থেকে ১০০কিলোমিটার + সোন্মারগ যান। ১১তম দিনে সোনমার্গ থেকে ৩০০ কিলোমিটার রাইড করে কারগিল হয়ে লে-লাদাখ সিটি পৌছান। ১২ তম দিন লাখাদ এর বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করেন। ১৩ তম দিনে লাদাখ থেকে সারচু হয়ে ৩৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জিসপা চলে যান। ১৪তম দিনে জিসপা থেকে ১৫০ কিলোমিটার মানালি চলে যান। ১৫ তম দিনে মানালি ঘুরাঘুরি করে ১৬ তম দিনে মানালি থেকে ৬০০ কিলোমিটার রাইড করে দিল্লী চলে আসেন। ১৭ তম দিনে কলকাতা এবং ১৮ তম দিনে কলকাতা থেকে বেনাপোল হয়ে ঢাকা পৌছান।
2022-07-06
পাতাটি ১২৬৩ বার দেখা হয়েছে