নাম | মোঃ ইরফান ই এলাহী |
নাম(ইংরেজীতে) | Md. Erfan E Alahe |
জন্ম তারিখ | 1992-11-27 |
ড্রাইভিং লাইসেন্স | 2015-10-07 |
ট্রেনিং বাইক | Singer 80CC |
স্বপ্নের বাইক | Ducati Panigale |
বর্তমান বাইক | Honda CB 150X |
ইন্ডিয়ার ট্যুরের উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে নিবন্ধিত বাইক নিয়ে যশোর বেনাপোল বর্ডার দিয়ে ইরফান বাবু চলে যান ইন্ডিয়ার সীমানার মধ্যে কিন্তু তখন বাংলাদেশের ও ভারতে চলছিল ফনী ঘুর্নিঝড়, যার কারনে তিনি ইন্ডিয়াতে গিয়ে শুধুমাত্র কোলকাতা ভালো মত ঘুরতে পেরেছেন কিন্তু অন্যান্য স্থানে যাওয়ার ইচ্ছা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে সেটা সম্ভবপর হয়নি ।
2019-04-26
২০২২ সালের মাঝামাঝি মি. ইরফান এবং তার স্ত্রী তাদের ২য় আন্তর্জাতিক মোটরসাইকেল ট্রিপ শুরু করেন। তারা বাংলাদেশ থেকে রওনা দিয়ে ভারত, পাকিস্তান, ইরান হয়ে UAE তে গিয়েছিলেন। এই পুরো সফরটি ছিলো তাদের বিশ্ব ভ্রমণের স্বপ্নের একটি সূচনা। তিনি এবং তার স্ত্রীর অনেক আগে থেকেই একটি বড় স্বপ্ন ছিল তাদের নিজস্ব বাংলাদেশী নিবন্ধিত বাইক নিয়ে সারা বিশ্ব ভ্রমণ করার। সে প্রচেষ্টা পূরনের পথেই তারা রয়েছেন।
2022-07-10
২০২২ এ সৌদি আরবের পথে রওনা দিলেও সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত পৌছে তাদের ফিরে আসতে হয়। কিছুদিন বিরতির পর আবার ১৬ই ফেব্রুয়ারী বিমানযোগে ঢাকা থেকে দুবাই পৌছেন। যেহেতু লিগ্যালী অন্য দেশের রেজিস্টার্ড বাইক অথবা যে কোন রকমের যানবাহন কারনেটের মাধ্যমে নিয়ে গেলে ইউএই তে ৬ মাসের বেশি রাখা সম্ভব নয়, এটাকাস্টমস এর নিয়ম। তাই একটু তাড়াহুড়ো করেই এই ট্রিপ এর আয়োজন করতে হয় এবং একারনে আগেরবারের মতো সাথে সহধর্মিনীকে নিতে পারেন নাই। শারজাহ থেকে দুবাই হয়ে আবুধাবি বর্ডার পার করে সৌদিআরব পৌঁছাতে দুইদিন লেগে যায়। দুর্ভাগ্যবশত সেসময়ে মরুঅঞ্চলে শৈতপ্রবাহ হচ্ছিলো। পুরো হাড় কাঁপানো শীতের মধ্যে বাইক চালিয়ে প্রথমে রিয়াদ এবং তারপর মক্কা পৌছান। মক্কায় পবিত্র ওমরা পালন করে জেদ্দায় যান। জেদ্দা থেকে পরবর্তীতে মদিনায় চলে যান। সেখানে প্রিয় নবীর রওজা শরীফে জিয়ারত এবং সেখানে অবস্থিত দেশী ভাইদের সাথে সময় কাটান।
2023-02-16
পাতাটি ১৩৫৮ বার দেখা হয়েছে