নাম | আলমগীর আহমেদ চৌধুরী |
নাম(ইংরেজীতে) | Alamgir Ahamed Chowdhury |
জন্ম তারিখ | 1975-08-15 |
ড্রাইভিং লাইসেন্স | 1996-03-06 |
ট্রেনিং বাইক | Yamaha RX115 |
স্বপ্নের বাইক | Triumph Tiger |
বর্তমান বাইক | Yamaha Fazer Fi v2 |
মি. আলমগীর আহমেদ চৌধুরী বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমন করেন। ভিজিট ফর বাংলাদেশ-২০১৬ নামে ভ্রমণে ৩০শে অক্টোবর ২০১৬ মুন্সিগঞ্জ জেলা থেকে শুরু করেন। ২৫ জানুয়ারি ২০১৭ কুমিল্লায় ভ্রমণ সম্পন্ন করেন। তার সাথে কো-রাইডার হিসেবে ছিলেন চৌধুরানী দিপালী আহমেদ।
2016-10-30
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর সহযোগিতায় এবং এসিআই মটরস এর স্পনসরে ২৯শে মে ২০১৭ জনাব আলমগীর আহমেদ চৌধুরী ঢাকা থেকে যাত্রা শুরু করে যশোর বেনাপোল সীমান্ত দিয়ে ইন্ডিয়া প্রবেশ করেন এবং ২২শে জুন ২০১৭ ভ্রমন শেষ করেন। ভ্রমনটিতে সময় লেগেছে মোট ২৫ দিন। পথ পাড়ি দিতে হয়েছে প্রায় ৪১০০ কিমি। পশ্চিমবংগে ভ্রমন করা হয়: বনগাঁও, ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, বহরমপুর, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, ডুয়ার্স, জলপাইগুড়ি, বারাসাত, কৃষ্ণনগর। তার কো-রাইডার হিসেবে তার সাথে ছিলেন তার সহধর্মীনি চৌধুরানী দীপালী আহমেদ।
2017-05-29
পাতাটি ১৫৮৬ বার দেখা হয়েছে