MRF Zapper 100/90-18 56p ব্যবহার অভিজ্ঞতা – মাহামুদ

English Version
calender 2023-05-08

MRF Zapper 100/90-18 56p ব্যবহার অভিজ্ঞতা – মাহামুদ

Review Disclaimer Bn

MRF Zapper 1009018 56p-1683524091.jpg

টায়ার একটি বাইকের অবিচ্ছেদ্য অংশ সেটা আমরা সবাই জানি। আমি অনেক দিন যাবত বাইক রাইড করছি এবং বাইক রাইডের পাশাপাশি বাইকে বিদ্যমান টায়ার এর পারফরমেন্স এর দিকে লক্ষ্য করেছি। বর্তমানে আমি আমার হিরো হাংক বাইকটা ৫৬,০০০ কিলোমিটার রাইড করেছি এর স্টক টায়ার দিয়ে এবং এই বাইকের স্টক টায়ার হিসেবে আছে MRF Zapper 100/90-18 56p । আজকে আমি আপনাদের সামনে আমার এই টায়ারের অভিজ্ঞতা স্বল্প আকারে শেয়ার করবো যাতে করে আপনারা এই টায়ার সম্পর্কে ভালো ধারণা নিতে পারেন ।

স্টাবিলিটি
আমার বাইকের পেছনের টায়ার সাইজ দেখে আপনার বুঝতেই পারছেন যে এটা অনেক চিকন কিন্তু পারফরমেন্সের দিক থেকে মন জয় করার মত। আমি হাই স্পীড কিংবা লো স্পীড সব ভাবেই রাইড করে স্টাবিলিটির দিক থেকে কোন কমতি অনুভব করিনি।

ব্রেকিং
ব্রেকিং এর দিক থেকে বিবেচনা করলে এই টায়ারের সাইজ অনুযায়ী ব্রেকিং পারফরমেন্স একদম ঠিকঠাক মনে হয়েছে। আমার বাইকে পেছনের দিকে ডিস্ক ব্রেক রয়েছে এবং লক্ষ্য করে দেখেছি যে ব্রেক করলে অনেক ভালো পারফরমেন্স পাওয়া যায়।

কর্নারিং
কর্নারিং এর দিক থেকে এই টায়ার একটু দুর্বল মনে হয়েছে আমার কাছে কারণ এর সাইজ চিকন যার কারনে বেশি স্পীড বা কম স্পীডে কর্নারিং একটু কম হয় তাছাড়া নরমাল্ভাবে কর্নারিং আমি করতে পারি কিন্তু বেশি হেলানো যায় না।

স্থায়িত্ব
আমার কাছে স্থায়িত্বের দিক থেকে এই টায়ার অনেক ভালো লেগেছে। কারণ আমি প্রায় ৪ বছরেরও অধিক সময় ধরে বাইক ব্যবহার করছি এবং স্টক টায়াটাই রয়েছে তাই স্থায়িত্বের দিক থেকে আমি শতভাগ আশাবাদী ।

সব মিলিয়ে MRF Zapper 100/90-18 56p এই টায়ারটি আমার কাছে অনেক ভালো লেগেছে। যারা এই টায়ারটি আপনার বাইকের ব্যবহার করতে চান তাদেরকে আমি ব্যবহার করার পরামর্শ দিবো । ধন্যবাদ।

More Reviews On MRF Nylogrip Zapper-Y 100/90-18 56P TL

MRF Zapper 1009018 56p-1683524398.jpg
MRF Zapper 100/90-18 56p ব্যবহার অভিজ্ঞতা – মাহামুদ
2023-05-08

টায়ার একটি বাইকের অবিচ্ছেদ্য অংশ সেটা আমরা সবাই জানি। আমি অনেক দিন যাবত বাইক রাইড করছি এবং বাইক রাইডের পাশাপাশি ...

Bangla English