Yamaha Banner
Search

কীভাবে আপনার মোটরসাইকেলেরর পারফরমেন্স বৃদ্ধি করবেন

2021-05-31

কীভাবে আপনার মোটরসাইকেলেরর পারফরমেন্স বৃদ্ধি করবেন


1622441908_how-to-increase-motorcycle-performance.jpg
মোটরসাইকেলের মাইলেজ বাড়ানো বা তেল কীভাবে সাশ্রয় করবেন তা নিয়ে আমরা আপনাদের সাথে টিপস শেয়ার করেছিলাম লিংক - (মোটরসাইকেলের জ্বালানী বাচানোর কিছু কার্যকরী টিপস)। এখন আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনি আপনার মোটরসাইকেলের পারফরমেন্স বৃদ্ধি করবেন তা নিয়ে কিছু সহজ টিপস।

আমরা সকলেই আমাদের প্রয়োজনের তাগিদে মোটরসাইকেল ব্যবহার করে থাকি । কেউ ঘুরে বেড়ানোর জন্য , কেউ অফিসের কাজে কিংবা ব্যাক্তিগত কাজের জন্য কেউবা মোটরসাইকেল নিয়ে রেস করার জন্য। যারা মোটরসাইকেল নিয়ে রেস করতে চান বা অন্য কেউ যেন আপনাকে সহজেই ওভারটেক করতে না পারে সেজন্য বিভিন্ন কলাকৌশন অবলম্বন করে থাকেন সেই সব কলাকৌশল কিছু বাইকের হয়ে থাকে এবং রাইডারের কিছু কৌশল হয়ে থাকে । তবে সবচেয়ে গুরুত্বপুর্ন যে বিষয়টি সেটি হল বাইকের কৌশল । আপনি আপনার বাইকে কিভাবে মডিফাই করেছেন , ইঞ্জিনকে শক্তিশালী করার জন্য কিছু সংযুক্ত করেছেন কী/না ইত্যাদি অনেক কর্মকান্ড হয়ে থাকে। আজকে আমরা টিম মোটরসাইকেল ভ্যালী আপনাদের সাথে শেয়ার করবো বাইকের পারফরমেন্স বৃদ্ধি সহজ কিছু টিপস যার মাধ্যমে আপনি আপনার বাইকের পারফরমেন্স অন্যান্য বাইকের থেকে কিছুটা হলেও বৃদ্ধি করতে পারবেন। তাই চলুন দেরি না করে আমরা আমদের আলোচ্য বিষয়বস্তু শুরু করি।

এয়ার ইনটেক সিস্টেম বৃদ্ধি করুন

বাইকের ইঞ্জিন চালু রাখতে এবং ইঞ্জিনের শক্তি উৎপাদনের জন্য এয়ার ইনটেক সিস্টেম খুবই গুরুত্বপুর্ন। এয়ার এবং ফুয়েল বার্ন হয়ে ইঞ্জিন থেকে শক্তি উৎপাদিত হয়। এই ইঞ্জিন শক্তিকে আরও ত্বরান্বিত করার জন্য এয়ার ইনটেক সিস্টেম বৃদ্ধি করতে হবে এবং এর ফলে ইঞ্জিন তার কার্যক্ষমতা অনুযায়ী অধিক শক্তি বা পাওয়ার উৎপাদন করতে পারবে যেটা আমরা আমাদের মোটরসাইকেল রাইড করার সময় বুঝতে পারবো। একটি সাধারণ উদারহন আপনাদের মাঝে শেয়ার করলে বুঝতে পারবেন যে ,আমরা অনেক সময় লক্ষ্য করি যে আমাদের প্রিয় মোটরসাইকেলের এয়ার ফিল্টার পরিবর্তন করতে ভুলে যায় অথবা এয়ার ফিল্টারে অধিক ময়লা জমা হয় যার কারনে আমরা আমাদের মোটরসাইকেল থেকে সঠিক এক্সেলেরেশন পাই না এবং যখনই এয়ার ফিল্টার পরিবর্তন বা পরিস্কার করা তখন লক্ষ্য করলে দেখা যায় বাইক থেকে আমরা সঠিক পাওয়ার আউটপুট পাই। বাইকের পারফরমেন্স বৃদ্ধির ক্ষেত্রে এই এয়ার ইনটেক সিস্টেম বৃদ্ধি করা অতিব জরুরী বিষয়। এয়ার ইনটেক সিস্টেম বৃদ্ধি করার জন্য আপনাকে বাজার থেকে ভালো মানের এয়ার ফিল্টার কিনতে হবে এবং নিশ্চিত করবেন সেটা যেন আপনার বাইকের যে এয়ার ইনটেক সিস্টেম তার থেকেও যেন
বেশি হয়।

এগজস্ট সিস্টেম ইনস্টল করুন

মোটরসাইকেল থেকে অধিক পারফরমেন্স পেতে আপনাকে এয়ার ইনটেক সিস্টেম বৃদ্ধির পাশাপাশি আরেকটি যে বিষয়টি বৃদ্ধি করতে হবে তা হল এগজস্ট সিস্টেম ইনস্টল করা। আপনার বাইকের সাথে যে স্টক এগজস্ট রয়েছে সেটা বাইকের এয়ার ইনটেক সিস্টেম বৃদ্ধি করার ফলে যথাযথভাবে পারফরমেন্স দিবে না সেজন্য আপনাকে অবশ্যই ভালো মানের আফটার মার্কেট এগজস্ট সিস্টেম ব্যবহার করতে হবে। মনে রাখবেন যে বাইকে যে পরিমাণে ইনপুট দিবেন সে পরিমাণে আউটপুতের ব্যবস্থা করবেন , তা না হলে আপনার বাইকের পারফরমেন্স লস করবে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত পারফরমেন্সটি পাবেন না। তাই এয়ার ইনটেক সিস্টেম বৃদ্ধি করার সাথে সাথে বাইকে ভালো মানের এগজস্ট ব্যবহার করুণ।

মডিফাইড ইগ্নিশন

আপনার বাইক থেকে যদি আপনি অধিকতর পারফরমেন্স পেতে চান তাহলে মডিফাইড ইগ্নিশনের বিকল্প নেই। মডিফাইড ইগ্নিশনের ফলে আপনার ইঞ্জিন আরও অধিক শক্তি উৎপাদনে সক্ষম হবে । ইগ্নিশন সিস্টেমে ফুয়েল এবং বাতাসের পরিমান বৃদ্ধি করে ইঞ্জিনকে আরও বেশি শক্তি উৎপাদনে সহায়তা করবে। এনজিকে গোল্ড প্লেটেড বা প্লাটিনাম প্লেটেড স্পার্ক প্লাগ ইনস্টল করার মাধ্যমে আপনার মোটরসাইকেলের ইঞ্জিন ইগ্নিশন আরও বেড়ে যাবে এবং আপনি অধিকতর পারফরমেন্স নিশ্চিত পাবেন । সেজন্য আপনাকে স্টক ইগ্নিশন বাদ নিয়ে মডিফাইড ইগ্নিশন ইনস্টল করতে হবে । অন্যদিকে আপনি চাইলে লো রেসিস্টেন্ট ভোল্টেজ ক্যাপ এবং কার্বন কোর ইগ্নিশন ওয়্যার উন্নত করতে পারেন যেটা করলে আপনি ভালো পাওয়ার ফিডব্যাক পাবেন।

ফুয়েল ফিল্টার আপডেট

ফুয়েল ফিল্টারের কাজ হল ইঞ্জিনে ফুয়েল প্রবেশ করানোর পুর্বে তা রিফাইন করা এবং এই কার্যক্রমের ফলে বাইকের ইঞ্জিনের ইগ্নিশন খুব ভালোভাবে সম্পন্ন হয়। একটি ভালো মান সম্পন্ন ফুয়েল ফিল্টার ব্যবহার করতে এবং সেটা ভালোমত পরিচর্যা করলে ইঞ্জিন থেকে ভালো পারফরমেন্স পেতে পারেন। এদিকে আপনি যে ফুয়েল পাম্প থেকে তেল নিবেন সেই ফুয়েল পাম্পের তেলের মান অবশ্যই ভালো হতে হবে, খারাপ মানের তেল ব্যবহার করে যদি ভালো পারফরমেন্স পেতে চান তাহলে সেটা আপনার বোকামি বা জানার অজ্ঞতা। আপনারা চাইলে প্রিমিয়াম গ্যাসোলিন ব্যবহার করতে পারেন যেটা ভালো মানসম্পন্ন অকটেন থেকে পাওয়া যায়। আমরা একটা বিষয় লক্ষ্য করলে বিষয়টি আরও পরিস্কার হয়ে যাবো যে , আমরা দেখি রেসিং ট্র্যাকে যে বাইকগুলো দিয়ে রেস করা হয় তারা কিন্তু আমাদের মত সাধারণ ফুয়েল ব্যবহার করেন না । তারা প্রিমিয়াম ফুয়েল ব্যবহার করে বিধায় রেস শেষ হওয়া অবধি ইঞ্জিন তার পারফরমেন্সে কোন ঘাটতি রাখে না। তাই আমাদেরও ভালো পারফরমেন্স পাওয়ার জন্য ভালো মানের ফুয়েল ফিল্টার ও ফুয়েল ব্যবহার করা উচিত।

কম ওজনের পার্টস ব্যবহার করা

আমাদের দেশের প্রেক্ষাপটে ১৫০ বা ১৬০ সিসির বাইকের ওজন হয় ১৫০ এর থেকে কিছুটা কম বা তার থেকে কিছুটা বেশি , এটা বাইক ভেদে নির্ভর করে কিন্তু আমরা লক্ষ্য করলে দেখতে পারবো যে ১০০০ সিসি কিংবা তারও অধিক সিসির বাইকের ওজন কিন্তু খুব বেশি রাখা হয় না । কোম্পানী সর্বদা চেষ্টা করে বাইকের পার্টস মজবুত এবং হালকা করার জন্য এবং এর ফলে বাইকের পারফরমেন্সে কোন ঘাটতি দেখা যায় না। আমরা আমাদের বাইকে যদি ভালো মানের কম ওজনের পার্টস রাখি কিংবা প্রয়োজন ছাড়া অতিরিক্ত কোন পার্টস না রাখি সেক্ষেত্রে আমরাও আমাদের বাইক থেকে ভালো পারফরমেন্স পেতে পারি। তাই বাইকের ভালো পারফরমেন্স পেতে এটাও আপনাকে নিশ্চিত করতে হবে যে বাইকে যেন অতিরিক্ত ওজনের অতিরিক্ত কোন পার্টস যেন না ব্যবহার করা হয়।

ইসিইউ চিপ প্রতিস্থাপন করা বা ম্যাপিং করা

বর্তমানে অনেক বাইকেই ইঞ্জিন কন্ট্রোল ইউনিক ( ইসিইউ) থাকে যেটা ছোট একটা কম্পিউটার চিপ এবং এর সাহায্যে বাইকের বিভিন্ন পার্টসের নিয়ন্ত্রণ করা যায় এবং এর পাশাপাশি ইলেক্ট্রিক্যাল এবং গেজ নিয়ন্ত্রণ করা হয়। এই ইসিইউ চিপ প্রতিস্থান বা ম্যাপিং করার মাধ্যমে ইঞ্জিনের পারফরমেন্স বৃদ্ধি করা যায় কিন্তু এই ম্যাপিং করলে যে সমস্যাগুলো হতে পারেন সেগুলো হল- ইঞ্জিন ওভার হিট হওয়া, মাইলেজ কমে যাওয়া , ইঞ্জিনের আয়ু কমে যাওয়া। এই অংশগুলোর উপর ভিত্তি করে বিভিন্ন সীমাবদ্ধতাও রয়েছে। আপনি যদি আপনার বাইকের পারফরমেন্স বৃদ্ধি করতে চান তাহলে এই সমসত বিষয়গুলো মাথায় রেখে বৃদ্ধি করতে পারেন।
এছাড়াও আরও যে বিষয়সমূহ রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি আপনার বাইকের পারফরমেন্স বৃদ্ধি করতে পারেনঃ-
এডজাস্টএবল সাসপেনশন ইনস্টল করা। এই এডজাস্টএবল সাসপেনশন ইন্সটল করার মাধ্যমে আপনি আপনার বাইক থেকে ভালো কন্ট্রোলিং পাবেন এবং এটা আপনাকে বেশি স্পীড পেতে সাহায্য করবে। এই সাসপেনশনের রয়েছে উচ্চ চাপ নেবার ক্ষমতা । অবশ্যই এই এডজাস্টএবল সাসপেনশন দক্ষ কারিগর দ্বারা ইন্সটল করবেন।
স্পোর্টস টায়ার এবং কম ওজনের রিম ব্যবহার করা। স্পোর্টস টায়ার রাস্তার সাথে খুব ভালোভাবে এডজাস্ট হয়ে থাকে এবং এই টায়ারের গ্রিপিং খুবই উন্নতমানের। অন্যদিকে কম ওজনের রিম আপনাকে অধিক স্পীড পেতে সাহায্য করবে।
ভালো মানের আফটার মার্কেট ব্রেক প্যাড ব্যবহার করা। বিভিন্ন ধরনের আফটার মার্কেট ব্রেক প্যাড রয়েছে যেমন – সিন্টারেড ব্রেক প্যাড, ওরগ্যানিক ব্রেক প্যাড, এবং কম্পোজিট ব্রেক প্যাড। ব্রেক প্যাড অনেক সময় দেখা যায় যে ডিস্কের সাথে আঁকড়ে ধরে রাখে এবং সেই প্যাডগুলো জ্যাম হয়ে যায় কিন্তু ভালো মানের ব্রেক প্যাড ব্যবহার করলে তা হয় না এবং বাইকের পারফরমেন্স অটুট থাকে।
টায়ার প্রেশার ঠিক রাখা এবং টায়ারের অবস্থা পর্যবেক্ষন করা। বাইকের টায়ার প্রেশার যদি কম থাকে তাহলে সেই বাইক থেকে আপনি কম স্পীড পাবেন এবং বেশি টায়ার প্রেশার থাকলে হাই স্পীডে আপনি ব্যালেন্সের সামঞ্জস্য রাখতে পারবেন না যার ফলে বেশি স্পীডে রাইড করতে ব্যঘাত ঘটবে। টায়ারের অবস্থা যদি বেশি খারাপ হয় তাহল সেই টায়ার পরিবর্তন করে নেওয়াটাই শ্রেয়।

আপনার বাইকের সমস্ত বিষয়গুলো একটা নির্দিষ্ট সময় পর পর চেক আপ করবেন যেমন- ক্লাচ কেবল এডজাস্টমেন্ট ঠিক আছে কী/না, থ্রটল এডজাস্টমেন্ট ঠিক আছে কী/না, চেইন বেশি লুজ বা বেশি টাইট হয়ে আছে কি/ না সেগুলো নিয়মিত চেক আপ করবেন এবং যেটা যে পরিমাপে রাখা দরকার সেটা সেই পরিমাপেই করবেন। এই সমস্ত বিষয় চেক আপ বা পরিচর্যা করার মাধ্যমে আপনি আপনার বাইক থেকে ভালো পারফরমেন্স পাবেন এবং রাইড করেও প্রশান্তি লাভ করবেন।

একটি বাইকের পারফরমেন্স বৃদ্ধি করলে সেই বাইকের তৎক্ষণাৎ সমস্যা না দেখা দিলেও পরবর্তীতে দেখা দেয় । তবে আপনার যদি আপনার বাইক থেকে অধিক ভালো পারফরমেন্স এবং শক্তি বৃদ্ধি করতে চান তাহলে উপরিক্ত বিষয়গুলো প্রয়োগ করতে পারেন। আশা করি আপনারা আপনাদের বাইকের পারফরমেন্স কীভাবে বৃদ্ধি করবেন সেই উত্তর পেয়েছেন। আরও কিছু টিপস এবং ট্রিকস এর জন্য টিম মোটরসাইকেল ভ্যালীর সাথেই থাকুন। আপনার রাইড নিরাপদ ও শুভ হোক।
Rate This Tips

Is this tips helpful?

Rate count: 4
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

Bike Tips

অতিরিক্ত গরমে বাইক চালানোর ক্ষেত্রে কিছু লক্ষণীয় বিষয়
2024-04-02

বর্তমানে দেশে প্রচণ্ড গরম আবহাওয়া চলছে, তবে তাই বলে তো আর বাইকাররা থেমে থাকবে না, আমাদের নিন্ত দিনের কাজের জন্যে বাইক ব্যবহার করতে হয়, অতিরিক্ত গরমে বাইক চালানোর ক্ষেত্রে কিছু লক্ষণীয় বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো, এবং আপনাদের উদ্দেশে কিছু টিপস শেয়ার করবো। সর্বদা ভাইসর নামিয়ে বাইক রাইড করবেন, ভাইস...

Bangla English
বাইকে ঈদ যাত্রার ক্ষেত্রে লক্ষণীয় বিষয়
2024-04-02

রমজান মাস প্রায় শেষের দিকে আর কিছু দিন পরেও পবিত্র ঈদুল ফিতর, এই ঈদ কে কেন্দ্র করে অনেকেই আমরা বাড়ি ফেরার প্রস্তুতি নিয়ে থাকি, ব্যাস্তু কর্মজীবন থেকে কিছুদিনের জন্য আমরা পরিবার পরিজনের কাছে সময় কাটাতে পারি, তবে আমাদের দেশে ঈদ যাত্রার ক্ষেত্রে অনেক ভোগান্তির শিকার হতে হয়। এই ভোগান্তি এড়াতে আমাদের মধ্য...

Bangla English
বাইক তেল বেশি খাচ্ছে এটি বোঝার উপায়
2023-09-14

একটি বাইকে কেনার সময় বাইকের মাইলেজ খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়, কারন বর্তমানে ফুয়েলের প্রাইস পূর্বের চেয়ে বৃদ্ধি পেয়েছে, বাইকের মেইন্টেনেন্স ঠিক ভাবে করা হলে এবং বাইক সঠিক নিয়মে রাইড করা হলে বাইক থেকে ভালো মাইলেজ পাওয়া যায়, তবে বেশ কিছু কারনে আমরা বাইক থেকে কম মাইলেজ পেয়ে থাকি, অনেক সময় তা হয়ে থাক...

Bangla English
বাইকে মোটা টায়ার লাগানোর ভালো ও খারাপ দিক
2023-09-05

একটি বাইক তৈরির সময় প্রস্তুতকারী প্রতিষ্ঠান এর উপর বিভিন্ন গবেষণা ও হিসাব নিকাশ করে এর জন্য সেরা ও সবচেয়ে ভালো জিনিস সেই বাইকের জন্য নির্ধারণ করে, ঠিক যেমন বাইকের টায়ার, বাইকের বিভিন্ন বিষয় এর উপর নির্ভর করে এর টায়ার, অর্থাৎ সেটি কোন ক্যাটগরির বাইক এবং এর সিসি এর দাম সহ এটির ব্যবহারের উপর নির্ভর করে কোম...

Bangla English
Tasslock ব্যবহারের অভিজ্ঞতা রিমন মাহমুদ
2023-09-05

আসসালামুয়ালাইকুম, আমি রিমন মাহমুদ, প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় কাজে আমাকে বাইক ব্যবহার করতে হয় এবং আমি আমার বাইকের নিরাপত্তার জন্য বাইকে Tasslock security system ইন্সটল করেছি, এবং প্রায় ৪ বছর যাবত এটি ব্যবহার করছি, এর বেশ কিছু ভালো ও খারাপ দিক নিয়ে আপনাদের কাছে আমার মতামত শেয়ার করবো। ভালো দিকঃ *এর সকল ফিচারস আমার কা...

Bangla English
Filter

Filter