
ইয়ামাহা আমাদের দেশের বাজারে অনেক সুন্দর সুন্দর হাই কোয়ালিটির বাইক নিয়ে এসেছে তার মধ্যে সুন্দর এবং অনেক চাহিদা সম্পন্ন একটি বাইক হচ্ছে Yamaha FZS V3 ABS (BS6)। আজকে আমরা আপনাদের সাথে এই বাইকের মধ্যে কি কি ফিচারস রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। চলুন এক নজরে দেখা যাক এই বাইকের মধ্যে কি কি ফিচারস রয়েছে।
শক্তিশালী এফআই ইঞ্জিন
নতুন এফযেড এস এফআই ভার্সন ৩ বাইকটিতে সংযোজন করা হয়েছে ১৪৯ সিসির এয়ার কুল্ড, ২ ভালভ সিংগেল সিলিন্ডার, ফুয়েল ইঞ্জেকশন, ব্লু কোর ইঞ্জিন। এই ইঞ্জিন ম্যাক্স পাওয়ার উৎপাদন করতে পারে ৯.৭ কিলোওয়াট ( ১৩.২পিএস) @ ৮০০০ আরপিএম এবং ম্যাক্স টর্ক উৎপন্ন করতে পারে ১২.৮ এনএম @ ৬০০০ আরপিএম। ইঞ্জিনের কম্প্রেশান রেশিং ৯:৫:১ এর সাথে রাস্তায় চলাচলের জন্য রয়েছে ৫ স্পীড ম্যানুয়াল গিয়ার বক্স। এখানে ইঞ্জিন চালু করার জন্য শুধু মাত্র ইলেকট্রিক স্টার্ট অপশন রয়েছে।
চেসিস ও ডাইমেনশন
ইয়ামাহা এফযেডএস এফআই ভার্সন ৩ বাইকটির সম্পূর্ণ বডি কিট এবং পার্টস ডাইমন্ড টাইপ চেসিসি এর উপর স্থাপন করা হয়েছে। ভার্সন ৩ এর নতুন ভার্সন বাইকটি নতুন ডাইমেনশন রয়েছে। এই বাইকের ডাইমেনশন লক্ষ্য করলে দেখা যায় লম্বায় ১৯৯০ মিমি, চওড়ায় ৭৮০মিমি এবং উচ্চতায় ১০৮০ মিমি। বাইকের সিটের উচ্চতা রয়েছে ৭৯০ মিমি এবং হুইলবেজ রয়েছে ১৩৩০ মিমি । বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে ১৬৫ মিমি । সম্পূর্ণ ফুয়েল ট্যংকার ধারণ করা তেল সহ বাইকের সকল বডি পার্টস মিলিয়ে ওজন রয়েছে ১৩৭ কেজি।
আরামদায়ক সিংগেল পিস সিট
পূর্বের মডেলের বাইকে স্প্লিট সিটি লক্ষ্য করা যায় কিন্তু বর্তমান নতুন এই মডেলের বাইকটিতে আরামদায়ক সিংগেল পিস সিটিং পজিশন রয়েছে । এটা দেখতে অনেকটা দুইটা লেভেলের সিটের আকারের মতন। বড় এবং চওড়া সাথে মানসম্পন্ন কুশন ব্যবহার করে রাইডার ও পিলিয়নের রাইড আরও আরামদায়ক নিশ্চিত করা হয়েছে।
ক্রোম ডাক্ট প্লেটিং
চকচকে নতুন আকারের ক্রোম প্লেটিং এফযেডএস-এফআই ভার্সন ৩ বাইকের নিদিষ্ট কিছু স্থানে ব্যবহার করা হয়েছে। এটা বাইককে আরও প্রিমিয়াম , আরও এক্সক্লুসিভ লুক এনে দিয়েছে এবং রাস্তায় চলাচলের জন্য চকচকে এই ক্রোমগুলো নিরাপদ ফিচারস হিসেবে অনেক পরিচিতি লাভ করবে।
আন্ডার কউল
ইঞ্জিনের নিচের অংশে আন্ডার কউল ব্যবহার করা হয় যা দরুন ইঞ্জিনের সুরক্ষা ও বিভিন্ন ময়লা থেকে ইঞ্জিনকে রক্ষা করে এই আন্ডার কউল। এফযেডএস এফআই ভার্সন ৩ তে নতুন ডিজাইনের এবং স্পোর্টস আন্ডার কউল ব্যবহার করা হয়েছে।
সামনে সিংগেল চ্যানেল এবিএস এবং ডিস্ক ব্রেক
সামনের ডিস্ক ব্রেক সাথে এন্টি লক ব্রেকিং সিস্টেম বাইকের ব্রেকিং পারফরমেন্স আরও উন্নত করা হয়েছে। এটা যে কোন গতিতে অনেক ভালো ব্যালেন্স এবং কন্ট্রোলিং নিশ্চিত করে পাশাপাশি পেছনের ডিস্ক ব্রেকও এক্ষেত্রে অনেক সহায়ক ভুমিকা পালন করবে।
নেগেটিভ এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার
নেগেটিভ এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার প্যানেল যার ব্যাকগ্রাউন্ড কালো এবং সাদা প্রিন্ট দেখতে পাওয়া যায়। ডিজিটাল স্পিডোমিটার, বার স্টাইল ট্যাকচোমিটার এবং ফুয়েল গেজ মিটার কনসোলে দেখতে পাওয়া যায় পাশাপাশি এবিএস ওয়ারনিং ল্যাম্প, ওডোমিটার। ট্রিপ ১, ট্রিপ ২, এফ ট্রিপ ,ঘড়ি এবং অন্যান্য বিষয়গুলো ডিসপ্লেতে দেখা যায়। এখানে আরও রয়েছে ইকো ইন্ডিকেটর।
এলিডি হেডলাইট এবং ইলেকট্রিক্যাল
রবো ফেস আকারের নতুন হেডল্যাম্প চমৎকার ভিজিবিলিটি সরবরাহ করে এবং চোখ ধাঁধানো আপিল নিশ্চিত করে। এর রয়েছে রিফ্লেকরের সাথে লাইট প্রজেকশন এবং হাই বিম লো বিমের জন্য আলাদা আলাদা বাল্ব। এছাড়াও ১২ ভোল্ট, ৫ ওয়াটX১ সহায়ক লাইট,১২ ভোল্ট, ২১/৫ ওয়াটx১ টেল ল্যাম্প, ১২ ভোল্ট ১০ ওয়াটx২ টারনিং সিগন্যাল লাইট। এই সকল বিষয় অপারেট করার জন্য রয়েছে ১২ ভোল্টের ব্যাটারী।
১৪০ মিমি মোটা টায়ার
নতুন এফযেডএস ভার্সন বাইকটিতে সামনের চাকায় ব্যবহার করা হয়েছে ১১০/৮০-১৭ সাইজের টায়ার এবং পেছনের দিকে ব্যবহার করা হয়েছে ১৪০/৬০-১৭ সাইজের টায়ার। এই টায়ারগুলো বেশ ভালো গ্রিপিং সরবরাহ করতে সক্ষম।
মনোক্রস সাসপেনশন
এফযেডএস ভার্সন ৩ বাইকের পেছনের সাসপেনশনের ব্যবহার করা হয়েছে লাইট ওয়েট মনোক্রস সাসপেনশন যা অনেক আরামপ্রদ রাইড সরবরাহ করে। এর পাশাপাশি সামনের দিকে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন ।
এডভান্স মিডশিপ মাফলার কভার
নতুনভাবে ডিজাইন করা মিডশিপ মাফলার প্রটেক্টর নতুন লুকস প্রদান করেছে। এদিকে এর আকর্ষণের কিছু সুবিধা রয়েছে।
পরিশেষে
নতুন ডিজাইনের এফযেডএস ভার্সন ৩ এর রয়েছে ৩টি ভিন্ন রং এবং সেগুলো হল ডার্ক ম্যাট ব্লু, ম্যাট ব্ল্যাক এবং গ্রে সায়েন ব্লু। সকল ফিচারস দেখার পর বলা যায় যে আগামী দিনের এফযেড সিরিজ এখানে এবং এটা সত্যিই বাংলাদেশের রাস্তা কাপানোর জন্য প্রস্তুত।