Yamaha Banner
Search

চাইনিজ বাইক কেন কিনবেন?

2015-08-19

চাইনিজ বাইক কেন কিনবেন?


Made in Chinaআমাদের সমাজে প্রচলিত একটি কথা রয়েছে, “চায়না, বেশি দিন যায় না”। আসলেই কি তাই? আসুন একটু পেছনে গিয়ে দেখি। আমাদের যাদের বয়স একটু বেশি (৩০ বছরের বেশি) এবং গ্রামে থেকেছি তারা কম বেশি সবাই জানি যে গ্রামাঞ্চলের প্রচলিত অন্যতম বাহন হলো সাইকেল। এবং সবচেয়ে আকাংখিত সাইকেল হলো “চায়না ফনিক্স ( আসল উচ্চারন ফিনিক্স) সাইকেল । চায়না ফনিক্স সাইকেল আর সব সাইকেলের থেকে দামী এবং অনেক বেশি টেকসই। চালিয়েও অনেক আরাম। কমদামী সাইকেলের মধ্যে ইন্ডিয়ান হিরো সাইকেল ছিলো। দামে কম, টেকসই কম।
সিম্ফনী মোবাইল। এই ফোন ব্যবহার করে নাই এমন লোক দেশে খুজে পাওয়া দুষ্কর। ব্রান্ড হিসেবে বাংলাদেশী কিন্তু ১০০% চাইনিজ এই ফোনটি দামের তুলনায় অনেক ফীচার এবং যথেষ্ট টেকসই বলে মার্কেটে শক্ত একটি অবস্থান তৈরী করে নিয়েছে। নকিয়ার মতো পৃথিবী মাত করা কোম্পানীকে সিমফনীর কাছে মার্কেট ছেড়ে দিতে হয়েছে।

Xiaomi(উচ্চারন সম্ভবত শাওমি)। এই চাইনিজ মোবাইলের ব্রান্ডটি এপল এবং স্যামসাং এর ঘুম হারাম করে দিয়েছে।

তাহলে কেনো চাইনিজ প্রোডাক্ট খারাপ হিসেবে আমাদের সমাজে প্রচলিত রয়েছে? এর কারন হচ্ছি আমরাই। জ্বী। চায়না থেকে দুনিয়ার অখাদ্য পন্য গুলি আমরা তুলে নিয়ে আসি দেশে বেচার জন্য। আমরা জানি, বাঙ্গালী, পন্যের মানের থেকে দামের দিকে মনযোগ আগে দিবে। কাজেই জিনিস যাই হোক, সস্তা হতে হবে।সস্তার বারো অবস্থা হবেই এটি স্বাভাবিক। আর কম দামে হরেক ডিজাইনের বাইক বাহারী নাম দিয়ে ডজন ডজন কোম্পানী চাইনিজ বাইক দেশে আনা শুরু হলো। যাদের অনেকেই অল্প দিন পরেই মার্কেট থেকে উধাও হয়ে গিয়েছে। অনেকের বাইক আছে তো পার্টস পাওয়া যায় না। অনেকের শো রুম শুধু ঢাকাতেই আছে। আর কস্টোমার সার্ভিস সেন্টার, সেতো অনেক দূরের কথা।

তাহলে কাদেরকে বিশ্বাস করবো? প্রথমেই দেখতে হবে কারা দীর্ঘদিন থেকে মার্কেটে আছে। খারাপ পন্য নিয়ে, গ্রাহককে সন্তুষ্ট না করে ব্যবসায় কখনই দীর্ঘদিন টিকে থাকা যায় না। কাজেই কিছু পন্য রয়েছে যাদের মান দামের তুলনায় মন্দ নয় যেমন জংশেন, ডায়াং, লিফান, জারা, ডায়ূন ইত্যাদি। এসকল ব্রান্ডের সব বাইকই ভালো এমন নয়, কিন্তু এদের কিছু কিছু বাইক মার্কেটে বেশ শক্ত অবস্থান করে নিয়েছে। যেমন ডায়াং এর ৫০সিসি এবং ৮০ সিসি, ১০০সিসি, জংশেন এর ৮০সিসি। জারা ১০০সিসি, ডায়ুন এর ৮০সিসি, ১০০সিসি এবং ১৫০সিসি।লিফানের ১৫০ সিসি, জিয়ালিং ইত্যাদি।

এই বাইক গুলো কি মানের দিক থেকে জাপানিজ বা ইনডিয়ান ব্রান্ড এর থেকে ভালো অথবা সমান? একটি পন্যের মান বিচার করতে হলে দামটিও বিচারে আনতে হয়। এ সকল বাইকগুলো দামের দিক থেকে জাপানিজ বাইকের থেকে অনেক কম এবং ইনডিয়ান বাইকের থেকেও বেশ কম দাম। কাজেই তাদের সম মানের হবে এটি কোন মতেই সম্ভব নয় কিন্তু এটি ঠিক, একই মূল্যে আপনি চায়নিজ বাইক যত সুন্দর এবং যত আধুনিক সুবিধাযুক্ত অবস্থায় পাবেন এমন সুবিধা আপনি জাপানিজ বাইক দূরের কথা ইনডিয়ান বাইকেও পাবেন না। কিন্তু ইনডিয়ান বাইক থেকে টেকসই কিছু কম হবে এটিই স্বাভাবিক। সব ক্ষেত্রেই কম টেকসই হবে এমনও নয়। যেমন আমার পরিচিত একজন জংশেন ইডি৮০সিসি বাইকটি চালাচ্ছেন প্রায় ২৫বছর ধরে। আরেকজন ডায়াং ১০০সিসি বাইক চালাচ্ছেন ১০বছরের বেশি সময় ধরে। দুজনেই সন্তুষ্ট তাদের বাইকের প্রতি।
এটি ১০০% সত্য যে বেশি দাম দিয়েও আপনি বেশি টেকসই চাইনিজ বাইক দেশে পাবেন না। যেগুলো আছে প্রায় সবগুলোই দামে কম করতে গিয়ে মানের দিক দিয়ে কম করেছে। এগুলোর মধ্যে কিছু বাইক রয়েছে যেগুলো দাম এবং মানের দারুন সমন্বয় রয়েছে যেগুলো আপনি কিনে ব্যবহার করতে পারেন।

যে সকল ক্ষেত্রে আপনি চাইনিজ বাইকের কথা ভাবতে পারেন-
০১. সামর্থের সীমাবদ্ধতা থাকলে
০২. ১০০সিসি এর নীচে বাইক চাইলে
০৩. কম দামে স্টাইলিশ বাইক চাইলে
০৪. দেশ জুড়ে সার্ভিস সেন্টার থাকলে
০৫. সন্তুষ্ট ব্যবহারকারীর অভিমত পেলে
০৬. যখন আপনার বাজেট কম
০৭. টেকসইয়ের থেকে স্টাইল যখন বেশি প্রয়োজন

আপনি যদি জাপানিজ ব্রান্ডের বাইকের প্রতি আগ্রহী হন এবং কেনার সামর্থ্য থাকে তাহলে আপনাকে ইনডিয়ান বাইক কিনতে বলা যেমন বোকামী তেমনি আপনার সাধ্যের বাইরে গিয়ে অন্য বাইক কেনার থেকে দেখে শুনে চাইনিজ বাইক আপনি ব্যবহার করতে পারেন। কারন কোনো বাইকই ১০০% পারফেক্ট নয়, কেউ গতিতে বেশি, কেউ ডিজাইনে বেশি, কেউ তেল সাশ্রয়ী আবার কেউ আরাম দায়ক। একই বাইকে সকল সুবিধা দেয়া কখনই সম্ভব নয়। ভালোর কোনো শেষ নেই। শরবতে যত চিনি ঢালবেন শরবত ততোই মিষ্টি হবে। কাজেই আপনার বাজেটের মধ্যে আপনার পছন্দের বাইকটিই আপনার জন্য সেরা বাইক। সেটি জাপানিজ ব্রান্ড হোক, ইনডিয়ান হোক, দেশি হোক কিংবা চাইনিজ।
Rate This Tips

Is this tips helpful?

Rate count: 2
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

Bike Tips

অতিরিক্ত গরমে বাইক চালানোর ক্ষেত্রে কিছু লক্ষণীয় বিষয়
2024-04-02

বর্তমানে দেশে প্রচণ্ড গরম আবহাওয়া চলছে, তবে তাই বলে তো আর বাইকাররা থেমে থাকবে না, আমাদের নিন্ত দিনের কাজের জন্যে বাইক ব্যবহার করতে হয়, অতিরিক্ত গরমে বাইক চালানোর ক্ষেত্রে কিছু লক্ষণীয় বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো, এবং আপনাদের উদ্দেশে কিছু টিপস শেয়ার করবো। সর্বদা ভাইসর নামিয়ে বাইক রাইড করবেন, ভাইস...

Bangla English
বাইকে ঈদ যাত্রার ক্ষেত্রে লক্ষণীয় বিষয়
2024-04-02

রমজান মাস প্রায় শেষের দিকে আর কিছু দিন পরেও পবিত্র ঈদুল ফিতর, এই ঈদ কে কেন্দ্র করে অনেকেই আমরা বাড়ি ফেরার প্রস্তুতি নিয়ে থাকি, ব্যাস্তু কর্মজীবন থেকে কিছুদিনের জন্য আমরা পরিবার পরিজনের কাছে সময় কাটাতে পারি, তবে আমাদের দেশে ঈদ যাত্রার ক্ষেত্রে অনেক ভোগান্তির শিকার হতে হয়। এই ভোগান্তি এড়াতে আমাদের মধ্য...

Bangla English
বাইক তেল বেশি খাচ্ছে এটি বোঝার উপায়
2023-09-14

একটি বাইকে কেনার সময় বাইকের মাইলেজ খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়, কারন বর্তমানে ফুয়েলের প্রাইস পূর্বের চেয়ে বৃদ্ধি পেয়েছে, বাইকের মেইন্টেনেন্স ঠিক ভাবে করা হলে এবং বাইক সঠিক নিয়মে রাইড করা হলে বাইক থেকে ভালো মাইলেজ পাওয়া যায়, তবে বেশ কিছু কারনে আমরা বাইক থেকে কম মাইলেজ পেয়ে থাকি, অনেক সময় তা হয়ে থাক...

Bangla English
বাইকে মোটা টায়ার লাগানোর ভালো ও খারাপ দিক
2023-09-05

একটি বাইক তৈরির সময় প্রস্তুতকারী প্রতিষ্ঠান এর উপর বিভিন্ন গবেষণা ও হিসাব নিকাশ করে এর জন্য সেরা ও সবচেয়ে ভালো জিনিস সেই বাইকের জন্য নির্ধারণ করে, ঠিক যেমন বাইকের টায়ার, বাইকের বিভিন্ন বিষয় এর উপর নির্ভর করে এর টায়ার, অর্থাৎ সেটি কোন ক্যাটগরির বাইক এবং এর সিসি এর দাম সহ এটির ব্যবহারের উপর নির্ভর করে কোম...

Bangla English
Tasslock ব্যবহারের অভিজ্ঞতা রিমন মাহমুদ
2023-09-05

আসসালামুয়ালাইকুম, আমি রিমন মাহমুদ, প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় কাজে আমাকে বাইক ব্যবহার করতে হয় এবং আমি আমার বাইকের নিরাপত্তার জন্য বাইকে Tasslock security system ইন্সটল করেছি, এবং প্রায় ৪ বছর যাবত এটি ব্যবহার করছি, এর বেশ কিছু ভালো ও খারাপ দিক নিয়ে আপনাদের কাছে আমার মতামত শেয়ার করবো। ভালো দিকঃ *এর সকল ফিচারস আমার কা...

Bangla English
Filter

Filter