Yamaha Banner
Search

কখন মোটরসাইকেলের টায়ার পরিবর্তন করা উচিত?

2016-08-20

কখন মোটরসাইকেলের টায়ার পরিবর্তন করা উচিত?


Damaged Tyreমোটারসাইকেলে টায়ার একটি গুরুত্বপূর্ন অংশ। এটি যেমন জ্বালানিতে এফেক্ট ফেলে তেমনি নিরাপত্তাতেও। আপনার এবং আপনার বাইকের নিরাপত্তার জন্য যথা সময়ে টায়ার পরিবর্তন করা প্রয়োজন। টায়ার পরির্তনের জন্য আপনাকে বিশেষ কিছু লক্ষনের দিকে দৃষ্টি দিতে হবে। যেমন টায়ারটি কত পুরাতন, এর বিট গুলো কেমন আছে, টায়ারে কোন ক্ষত বা দুর্বল দিক আছে কি না। টায়ারটি একাধিকবার লিক/পাংকচার হয়েছে কি না ইত্যাদি। এক বা একাধিক লক্ষন দেখা দিলেই টায়ার পরিবর্তন করতে হবে। নিরাপত্তার স্বার্থেই টায়ার পরিবর্তনে কোনোমতেই অবহেলা করা যাবে না। আসুন জেনে নেই কখন আপনার মোটরসাইকেলের টায়ার পরিবর্তন করবেন।


টায়ারটি যদি একাধিকবার পাংকচার হয়
বাংলাদেশের রাস্তায় চলাচলে টায়ার পাংকচার খুবই সাধারন ঘটনা। রাস্তায় পেরেক, পিন এই জাতীয় জিনিস অনেক বেশি পরিমানেই থাকে। আর পেরেকে টায়ার পাংকচার হয়নাই এরকম বাইকার খুজে পাওয়া যাবে না। প্রতিবার পাংচারেই টায়ারে ক্ষত তৈরী হয়। আর যে সকল টায়ার টিউবলেস সেগুলো বেশি সংখ্যকবার পাংকচার হলে টায়ার পাল্টাতে আর আর দেরী করা উচিত নয়।

যদি টায়ারে দুর্বলতার ছাপ পড়ে
টায়ারে দুর্বলতার ছাপ পড়ার একাধিক কারন রয়েছে। দেশের আবহাওয়ার ধরন অবশ্যই অন্যতম একটি কারন। এছাড়াও ওভারলোড, হাইস্পীডে বাইক চালানো, ঘন ঘন ব্রেকিং, খারাপ রাস্তায় বাইক চালানো ইত্যাদি কারনে বাইকের টায়ার দুর্বল হয়ে যেতে পারে। টায়ার দুর্বল হবার নির্দিষ্ট কোনো সময় যদিও নেই কিন্তু উপরোক্ত কারনে যদি দুর্বল হয়ে যায় তাহলে অভিজ্ঞ টেকনিশিয়ানের পরামর্শক্রমে টায়ার বদলে ফেলা উচিত।

যদি চাকার থ্রেড/বিট বেশি ক্ষয় হয়ে যায়
টায়ারের বিট রাস্তায় ঘর্ষনজনিত কারনে চাকাকে রাস্তার সাথে আটকে রাখে এবং ব্রেকিং এ সহায়তা করে। টায়ারের বিট ক্ষয় হয়ে পাতলা হয়ে গেলে টায়ার বদলে ফেলা উচিত। বিশেষকরে বর্ষার দিনে এই কাজে মোটেও দেরী করা উচিত নয়। টায়ারের বিট কমপক্ষে ১মিলিমিটার অথবা এর বেশি থাকা উচিত। টায়ারের বিট বেশি পাতলা হয়ে গেলে টায়ার যেমন অরক্ষিত হয়ে যেকোন সময়ে ফেটে যেতে পারে, একই সাথে ব্রেকিং সময় পিছলে দুর্ঘটনার কারন হতে পারে।

যদি টায়ার বেশি ক্ষতিগ্রস্থ হয়
কোনো কারনে টায়ারে কোনো গর্ত তৈরী হলে, কোনো অংশ ছিড়ে গেলে বা ফেটে গেলে, আচমকা ব্রেক বা কোনো কারনে টায়ারের কোনো অংশ বেশি ক্ষয়প্রাপ্ত হলে সেই অংশটি দুর্বল হয়ে যায় ফলে টায়ারটি ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ে বা ব্যবহারের জন্য হুমকিস্বরূপ। এক্ষেত্রে টায়ার ব্যবহারে দেরী করা উচিত নয়।

প্রতিটি মোটরসাইকেলেরই রয়েছে নির্ধারিত টায়ার। সবসময়েই চেষ্টা করা উচিত সঠিক মাপের ভালো ব্রান্ডের টায়ার ব্যবহার করা। সঠিক টায়ার ব্যবহারে তেল খরচ যেমন সহনীয় থাকে তেমনি ব্রেকিং এ সঠিক গ্রীপ পাওয়া যায়।
Rate This Tips

Is this tips helpful?

Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

Bike Tips

অতিরিক্ত গরমে বাইক চালানোর ক্ষেত্রে কিছু লক্ষণীয় বিষয়
2024-04-02

বর্তমানে দেশে প্রচণ্ড গরম আবহাওয়া চলছে, তবে তাই বলে তো আর বাইকাররা থেমে থাকবে না, আমাদের নিন্ত দিনের কাজের জন্যে বাইক ব্যবহার করতে হয়, অতিরিক্ত গরমে বাইক চালানোর ক্ষেত্রে কিছু লক্ষণীয় বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো, এবং আপনাদের উদ্দেশে কিছু টিপস শেয়ার করবো। সর্বদা ভাইসর নামিয়ে বাইক রাইড করবেন, ভাইস...

Bangla English
বাইকে ঈদ যাত্রার ক্ষেত্রে লক্ষণীয় বিষয়
2024-04-02

রমজান মাস প্রায় শেষের দিকে আর কিছু দিন পরেও পবিত্র ঈদুল ফিতর, এই ঈদ কে কেন্দ্র করে অনেকেই আমরা বাড়ি ফেরার প্রস্তুতি নিয়ে থাকি, ব্যাস্তু কর্মজীবন থেকে কিছুদিনের জন্য আমরা পরিবার পরিজনের কাছে সময় কাটাতে পারি, তবে আমাদের দেশে ঈদ যাত্রার ক্ষেত্রে অনেক ভোগান্তির শিকার হতে হয়। এই ভোগান্তি এড়াতে আমাদের মধ্য...

Bangla English
বাইক তেল বেশি খাচ্ছে এটি বোঝার উপায়
2023-09-14

একটি বাইকে কেনার সময় বাইকের মাইলেজ খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়, কারন বর্তমানে ফুয়েলের প্রাইস পূর্বের চেয়ে বৃদ্ধি পেয়েছে, বাইকের মেইন্টেনেন্স ঠিক ভাবে করা হলে এবং বাইক সঠিক নিয়মে রাইড করা হলে বাইক থেকে ভালো মাইলেজ পাওয়া যায়, তবে বেশ কিছু কারনে আমরা বাইক থেকে কম মাইলেজ পেয়ে থাকি, অনেক সময় তা হয়ে থাক...

Bangla English
বাইকে মোটা টায়ার লাগানোর ভালো ও খারাপ দিক
2023-09-05

একটি বাইক তৈরির সময় প্রস্তুতকারী প্রতিষ্ঠান এর উপর বিভিন্ন গবেষণা ও হিসাব নিকাশ করে এর জন্য সেরা ও সবচেয়ে ভালো জিনিস সেই বাইকের জন্য নির্ধারণ করে, ঠিক যেমন বাইকের টায়ার, বাইকের বিভিন্ন বিষয় এর উপর নির্ভর করে এর টায়ার, অর্থাৎ সেটি কোন ক্যাটগরির বাইক এবং এর সিসি এর দাম সহ এটির ব্যবহারের উপর নির্ভর করে কোম...

Bangla English
Tasslock ব্যবহারের অভিজ্ঞতা রিমন মাহমুদ
2023-09-05

আসসালামুয়ালাইকুম, আমি রিমন মাহমুদ, প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় কাজে আমাকে বাইক ব্যবহার করতে হয় এবং আমি আমার বাইকের নিরাপত্তার জন্য বাইকে Tasslock security system ইন্সটল করেছি, এবং প্রায় ৪ বছর যাবত এটি ব্যবহার করছি, এর বেশ কিছু ভালো ও খারাপ দিক নিয়ে আপনাদের কাছে আমার মতামত শেয়ার করবো। ভালো দিকঃ *এর সকল ফিচারস আমার কা...

Bangla English
Filter

Filter