Yamaha Banner
Search

মোটরসাইকেল বনাম স্কুটার: আপনার জন্য কোনটি ভালো?

2016-11-09

মোটরসাইকেল বনাম স্কুটার: আপনার জন্য কোনটি ভালো?


Motorcycle Vs Scooterযন্ত্রচালিত দুইচাকার বাহন হিসেবে মোটরসাইকেলের জনপ্রিয়তার কথা নতুন করে বলার কিছু নেই। শহরে, গ্রামে, হাইওয়েতে, বিনোদনে মোটরসাইকেলের জুড়িমেলা ভার। দুইচাকার আরেকটি যান্ত্রিক বাহন হলো স্কুটার। কিছু গাঠনিক বৈশিষ্ট্যের কারনে সাধারন মোটরসাইকেল থেকে দেখতে এবং কাজে আলাদা। বাংলাদেশে স্কুটারের প্রচলন তেমন না থাকলেও ইদানিংকালে এর জনপ্রিয়তা বাড়ছে। নারীদের বাহন হিসেবে প্রচলিত হলেও বর্তমানে অনেকেই এটি ব্যবহারের আগ্রহ দেখাচ্ছেন অনেকগুলো কারনে তারমধ্যে সহজ ব্যবহার, জ্বালানি খরচ কম, আরামদায়ক ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য।এখন প্রশ্ন হলো আপনি কোনটি কিনবেন? মোটরসাইকেল নাকি স্কুটার? কোনটি আপনার জন্য ভালো হবে? নীচের আলোচনায় দুটি বাহনেরই ভালো এবং মন্দ দিক তুলে ধরার চেষ্টা করা হবে। এখান থেকেই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনার জন্য কোনটি ভালো হবে? মোটরসাইকেল নাকি স্কুটার?

চালানো
- মোটরসাইকেল চালানো শেখা তুলনামূলকভাবে কঠিন তার গিয়ার, ক্লাচ ইত্যাদি ব্যবহারের কারনে
- স্কুটার চালানো শেখা বেশ সহজ তার অটোমেটিক ট্রান্সমিশন থাকার কারনে

ইনজিন
- আমাদের দেশে মোটরসাইকেলে ৫০সিসি থেকে ১৫০সিসি পর্যন্ত ইনজিন ব্যবহৃত হয়।
- দেশে যে স্কুটারগুলো পাওয়া যায় তা ৫০সিসি থেকে ১৫০সিসি পর্যন্ত।

গতি
- মোটরসাইকেলের গতি বেশি পাওয়া যায়। সাধারনত ৬০কিমি থেকে শুরু করে ১৫০কিমি পর্যন্ত গতি পাওয়া যায়।
- অধিকাংশ স্কুটার একটু কম গতির হয়ে থাকে। ৫০কিমি থেকে ১৩০কিমি পর্যন্ত হয়ে থাকে।

চাকার আয়তন
- মোটরসাইকেলের চাকার আয়তন একটি বড় হয় আমাদের দেশে সাধারনতই ১৭ বা ১৮ইঞ্চি হয়ে থাকে। ফলে গতি বেশি পাওয়া যায়, গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি হয়ে থাকে।
- স্কুটারের চাকার আয়তন ১৬ ইঞ্চি বা এর কম হয়ে থাকে। ফলে স্পীড এবং গ্রাউন্ডক্লিয়ারেন্স কম হয়ে থাকে। অফরোডের জন্য উপযুক্ত নয়।

হাইওয়েতে
- হাইওয়েতে স্বাভাবিকভাবেই বেশি গতির প্রয়োজনপড়ে এবং এরজন্য মোটরসাইকেল বেশ কার্যকর।
- বেশির গতির স্কুটার রয়েছে যেটি হাইওয়েতে ব্যবহার করা যেতে পারে, কিন্তু কমিউটার হিসেবেই স্কুটার বেশি প্রযোজ্য।

জ্বালানি খরচ
- গতি এবং ওজনের কারনে মোটরসাইকেলে জ্বালানি খরচ বেশি হয়ে থাকে।
- স্কুটার সাধারনতই কম জ্বালানি খরচের হয়ে থাকে।

জ্বালানি ট্যাংক
- মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক সাধারনতই বড় হয়ে থাকে। ফলে একবারে অনেকদূর পথ চলার উপযোগী জ্বালানি ভরে নেয়া যায়।
- স্কুটারে জ্বালানি ট্যাংক ছোট আকারের হয়ে থাকে বলে তুলনামুলক ঘনঘন জ্বালানি ভরতে হয়।

সাধারন ব্যবহার
- মোটরসাইকেল শহরে বা গ্রামে সাধারন ব্যবহার এবং ছোট খাটো মালামাল পরিবহনে কিছুটা কম উপযোগী
- কমিউটার বাইক হিসেবে ব্যবহার, ছোটখাটো মালপত্ররাখা ইত্যাদির জন্য বেশ কার্যকর। পারিবারিক বাহন হিসেবে আদর্শ।

মালপত্র ধারন
- যদিও আমাদের দেশে কিছু মোটরসাইকেলে ক্যারিয়ার রয়েছে কিন্তু অধিকাংশ মোটরসাইকেল ব্যাগ বা মালামাল নেবার জন্য আলাদা কিছু নেই, গ্র্যাবরেইলের সাথে ব্যাগ বেধে নিতে হয় যা পিলিয়নের জন্য সমস্যার কারন।
- অধিকাংশ স্কুটারেই সীটের নীচে বেশ জায়গা থাকে প্রয়োজনীয় জিনিসপত্র নেবার জন্য। অনেক স্কুটারে সামনের পাদানি সমান এবং প্রসস্ত থাকে। যেখানে প্রয়োজনীয় জিনিস রাখা যায়।

আরাম
- আধুনিক মোটরসাইকেলে রাইডারের পর্যাপ্ত আরাম থাকলেও পিলিওন বা সহযাত্রীর জন্য আরামের বিষয়টি তুলনামুলক কম। অনেক বাইকে পিলিয়নের বসার পর্যাপ্ত জায়গাই থাকে না।
- স্কুটারে চালক এবং পিলিয়ন উভয়ের বসার জন্য পর্যাপ্ত এবং আরামদায়ক জায়গা থাকে। অনেক স্কুটারে পেছনে ব্যাকরেস্ট থাকার কারনে পিলিয়ন খুবই আরামে বসতে পারেন। আবার প্রায় সকল স্কুটারে সামনে পা রাখার জন্য অনেক এবং আরামদায়ক জায়গা থাকে যা চালককে প্রশান্তি এনে দেয়।

বাঁক নেবার ক্ষমতা
- মোটরসাইকেলে বড় চাকা, লম্বা হইলবেইজ থাকার কারনে অল্প জায়গায় বাঁক নিতে সমস্যা হয়, বিশেষকরে শহরের ব্যস্ত রাস্তায় বেশি সমস্যায় পড়তে হয়।
- ছোট চাকা এবং কম হুইলবেজ থাকার কারনে অল্প জায়গাতেই বাঁক নেয়া যায়। যা শহরের ব্যস্ত রাস্তার জন্য সুবিধাজনক।

কনট্রোল ও নিরাপত্তা
এই বিষয়টি রাইডারের উপরেই নির্ভর করে। মোটরসাইকেল এবং স্কুটার উভয়তেই এখন শক্তিশালী ডিস্কব্রেক ব্যবহার করা হয়। তবে স্কুটারের চাকা তুলনামূলক বেশি মোটা হওয়াতে ব্রেকিং এ বেশি সুবিধা পাওয়া যায়।তুলনামুলক কম গতির কারনে দুর্ঘটনায় স্কুটারে ক্ষতির পরিমানও কম।

সৌন্দর্য্য
সৌন্দর্য্য ব্যাপারটি আপেক্ষিক। তবুও
- মোটরসাইকেল হরেক ধরনের ডিজাইন এবং স্টাইলে পাওয়া যায়, তরুনদের পছন্দের কথা বিবেচনায় অনেক ডিজাইন প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে।
- বর্তমানে স্কুটারেও অনেক ডিজাইনগত বৈচিত্র দেখা যায়। আধুনিক স্কুটারগুলো অনেক স্টাইলিশ হয়ে থাকে।


পার্টস ও এক্সেসরিজ
- মোটরসাইকেলের পার্টস এবং প্রয়োজনীয় এক্সেসরিজগুলো তুলনামুলকভাবে সকল জায়গাতেই পাওয়া যায়।
- স্কুটার এখনও তেমন প্রচলিত নয় বলে সকল জায়গায় তার স্পেয়ার পার্টস সহজলভ্য নয়।


জনপ্রিয় ব্রান্ড
- মোটরসাইকেলের জগতে Honda, Yamah, Suzuki, Hero, Bajaj, TVS, Runner, KEEWAY, Lifan ইত্যাদি জনপ্রিয় ব্রান্ড।
- অনেক জনপ্রিয় মোটরসাইকেল নির্মাতাদেরই স্কুটারও রয়েছে এছাড়াও ZNEN এবং SYM ব্রান্ড স্কুটারের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য।

দাম
- তুলনামুলকভাবে মোটরসাইকেল দাম বেশি হয়ে থাকে
- স্কুটারের দাম মোটরসাইকেলের বিবেচনায় কিছু কমই বলা যেতে পারে।


পরিশেষে
আপনার প্রয়োজন যদি হয় গতির, আপনি যদি স্পোর্টস বাইক চান সেক্ষেত্রে স্কুটারের কথা না ভাবাই ভালো কিন্ত কম খরচে এবং কম ভেজালে কমিউটার বাহন হিসেবে স্কুটার আদর্শ। যদিও ইদানিংকালে কিছু স্কুটার রয়েছে যা হাইওয়েতে দ্রুতগতিতে চলার উপযুক্ত। উপরের তুলনামুলক আলোচনা থেকে আপনার প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন কোনটি আপনার জন্য ভালো হবে? মোটরসাইকেল নাকি স্কুটার।
Rate This Tips

Is this tips helpful?

Rate count: 23
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

Bike Tips

অতিরিক্ত গরমে বাইক চালানোর ক্ষেত্রে কিছু লক্ষণীয় বিষয়
2024-04-02

বর্তমানে দেশে প্রচণ্ড গরম আবহাওয়া চলছে, তবে তাই বলে তো আর বাইকাররা থেমে থাকবে না, আমাদের নিন্ত দিনের কাজের জন্যে বাইক ব্যবহার করতে হয়, অতিরিক্ত গরমে বাইক চালানোর ক্ষেত্রে কিছু লক্ষণীয় বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো, এবং আপনাদের উদ্দেশে কিছু টিপস শেয়ার করবো। সর্বদা ভাইসর নামিয়ে বাইক রাইড করবেন, ভাইস...

Bangla English
বাইকে ঈদ যাত্রার ক্ষেত্রে লক্ষণীয় বিষয়
2024-04-02

রমজান মাস প্রায় শেষের দিকে আর কিছু দিন পরেও পবিত্র ঈদুল ফিতর, এই ঈদ কে কেন্দ্র করে অনেকেই আমরা বাড়ি ফেরার প্রস্তুতি নিয়ে থাকি, ব্যাস্তু কর্মজীবন থেকে কিছুদিনের জন্য আমরা পরিবার পরিজনের কাছে সময় কাটাতে পারি, তবে আমাদের দেশে ঈদ যাত্রার ক্ষেত্রে অনেক ভোগান্তির শিকার হতে হয়। এই ভোগান্তি এড়াতে আমাদের মধ্য...

Bangla English
বাইক তেল বেশি খাচ্ছে এটি বোঝার উপায়
2023-09-14

একটি বাইকে কেনার সময় বাইকের মাইলেজ খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়, কারন বর্তমানে ফুয়েলের প্রাইস পূর্বের চেয়ে বৃদ্ধি পেয়েছে, বাইকের মেইন্টেনেন্স ঠিক ভাবে করা হলে এবং বাইক সঠিক নিয়মে রাইড করা হলে বাইক থেকে ভালো মাইলেজ পাওয়া যায়, তবে বেশ কিছু কারনে আমরা বাইক থেকে কম মাইলেজ পেয়ে থাকি, অনেক সময় তা হয়ে থাক...

Bangla English
বাইকে মোটা টায়ার লাগানোর ভালো ও খারাপ দিক
2023-09-05

একটি বাইক তৈরির সময় প্রস্তুতকারী প্রতিষ্ঠান এর উপর বিভিন্ন গবেষণা ও হিসাব নিকাশ করে এর জন্য সেরা ও সবচেয়ে ভালো জিনিস সেই বাইকের জন্য নির্ধারণ করে, ঠিক যেমন বাইকের টায়ার, বাইকের বিভিন্ন বিষয় এর উপর নির্ভর করে এর টায়ার, অর্থাৎ সেটি কোন ক্যাটগরির বাইক এবং এর সিসি এর দাম সহ এটির ব্যবহারের উপর নির্ভর করে কোম...

Bangla English
Tasslock ব্যবহারের অভিজ্ঞতা রিমন মাহমুদ
2023-09-05

আসসালামুয়ালাইকুম, আমি রিমন মাহমুদ, প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় কাজে আমাকে বাইক ব্যবহার করতে হয় এবং আমি আমার বাইকের নিরাপত্তার জন্য বাইকে Tasslock security system ইন্সটল করেছি, এবং প্রায় ৪ বছর যাবত এটি ব্যবহার করছি, এর বেশ কিছু ভালো ও খারাপ দিক নিয়ে আপনাদের কাছে আমার মতামত শেয়ার করবো। ভালো দিকঃ *এর সকল ফিচারস আমার কা...

Bangla English
Filter

Filter