SearchBrands


Advantages and disadvantages of motorcycle chain cover English Version
2017-05-08 Views: 4941

মোটরসাইকেল চেইন কভারের সুবিধা ও অসুবিধা


motorcycle-half-chain-cover


মোটরসাইকেল বর্তমানে যোগাযোগের অন্যতম একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। বেশ আগে থেকেই আমরা মোটরসাইকেল এর সাথে পরিচিত। পরিচিত মোটরসাইকেল এর বিভিন্ন অংশের সাথে। মোটরসাইকেল এর যন্ত্রাংশের এর মধ্যে অন্যতম হল চেইন।চেইন মোটরসাইকেল কে ইনজিন থেকে পেছনের চাকায় গতি যোগান দেয় এবং ইঞ্জিন চাকার মধ্যে সংযোগ স্থাপন করে।আমরা সকলেই মোটরসাইকেল ব্যবহার করি যোগাযোগের জন্য। এই যোগাযোগের মাধ্যম হিসেবে যেই বিষয় খুব প্রভাব ফেলে তা হলো মোটরসাইকেল এর চেইন। এটি ছাড়া মোটরসাইকেল একেবারেই অচল। চেইন সরাসরি ইঞ্জিন এবং চাকার সাথে সম্পর্কিত। মোটরসাইকেল এর গতি নির্ধারণ করাই হল চেইন এর কাজ। কিন্তু চেইন ব্যবহার করতে গিয়ে কিছু সমস্যায় পড়তে হয়। মোটরসাইকেল চলার সময় চেইনে লেগে থাকা তেল ময়লা ইত্যাদি চালক/আরোহীর গায়ে লেগে যায়। রাস্তার ধুলো-ময়লা চেইনে লেগে চেইনকে নোংরা করে দেয়। এরই ধারাবাহিকতায় আবিষ্কার করা হয় চেইন কভার। আশির দশক শুরু থেকে মোটরসাইকেলে চেইন কাভার এর ব্যবহার শুরু হয়। এটি মুলত চেইন এর সেফটির জন্য প্রয়োজন।বর্তমানে আমরা দেখতে পায় যে বেশ কিছু মোটরসাইকেল এর সুরক্ষা হিসেবে চেইন কভার ব্যবহার করা হয়েছে আবার কিছু কিছু মোটরসাইকেলের চেইন কভার একেবারেই নাই অথবা থাকলেও চেইন কভার অর্ধেক (উপরের অংশে) ব্যবহার করা হয়েছে। চালক এবং চেইন এর সুরক্ষার কথা মাথায় রেখে মূলত চেইন কভার ব্যবহার করা হয়েছে ।আসুন জেনে নেই মোটরসাইকেল এর চেইন কভার এর সুবিধা এবং অসুবিধা।
motorcycle-full-chain-cover

সুবিধা
১। আশির দশকে মোটরসাইকেল ব্যবহারকারীরা চেইন কভার ব্যবহার করত তাদের পোষাকের কথা ভেবে। তাদের পোষাক যাতে চেইন এর কালি লেগে নষ্ট না হয় সেই কথা মাথায় রেখে মূলত চেইন কভার তৈরী করা হয়।

২। আমাদের দেশে কমিউটার বাইকগুলোতে চেইন কভার বেশি দেখা যায় এর প্রধান কারণ হল আমদের দেশে ধুলা বালির পরিমান অনেক বেশি, আবার আবহাওয়া পরিবর্তনের কারণে রাস্তায় কাদা, পানি থাকে। যার জন্য চেইন এর কার্যকারিতায় ব্যঘাত ঘটতে পারে, সেই জন্যই মূলত আমাদের দেশে চেইন কভার এর প্রয়োজনীয়তা অনেক বেশী।

৩। মোটরসাইকেল চলার সময় চেইনে ব্যবহৃত তেল/গ্রীজ ইত্যাদি ছিটকে চালকে পোশাকে, মোটরসাইকেলের টায়ারে বা অন্যান্য জায়গায় লেগে নোংরা করে দেয়।

৪। এছাড়াও চেইন এ পা কেটে যাওয়া বা চালকের কোন আঘাত থেকে রক্ষা পাওয়া , পেছনের আরোহীর পা বা জুতার অংশ বা কাপড় চেইন এর ভেতর ঢুকে গিয়ে মারাত্মক ক্ষতি হওয়া।এসমস্ত ঝুকি এড়াতে মূলত চেইন কভার বেশী ব্যবহৃত হয়ে থাকে।

৫। কমিউটার মোটরসাইকেলে সাধারনতই পেছনে সহযাত্রী থাকে তাই এধরনের মোটরসাইকেলগুলোতে অবশ্যই চেইন কভারের প্রয়োজন পড়ে।
অসুবিধা
১। চেইন কভার থাকায় চেইন পরিস্কারে সমস্যার কারন হয়ে দাড়ায়। নিয়মিত চেইন পরিস্কারের জন্য প্রতিবার চেইন কভার খুলে ফেলা কষ্টকর। এমনকি অনেকের পক্ষে অসম্ভব।

২। যে সকল মোটরসাইকেল বেশি চালানো হয় সেসকল মোটরসাইকেলের চেইন নিয়মিত পরীক্ষা করতে হয়। চেইন কভার থাকলে সেটি সম্ভব হয়ে ওঠে না, ফলে দুর্ঘটনার সম্ভবনা থেকে যায়।

৩। চলন্ত মোটরসাইকেলে চেইন কভার থাকা অবস্থায় চেইন ছিড়ে গেলে চেইন জড়িয়ে পেছনের চাকা লক হয়ে দুর্ঘটনা ঘটতে পারে।

৪। দ্রুতগতির বা স্পোর্টস মোটরসাইকেলে চেইন কভার ব্যবহার নিরাপদ নয়। এসকল মোটরসাইকেলের চেইন নিয়মিত পরীক্ষা করা এবং যত্নের প্রয়োজন পড়ে। যেটি চেইন কাভার থাকলে কষ্টকর হয়ে পড়ে। দ্রুত গতিতে চেইন ছিড়ে গেলে বড় ধরনের দুর্ঘটনার সম্ভবনা থেকে যায় যদি চেইন কভার থাকে।


আমাদের মতো ধুলোবালিযুক্ত এলাকার জন্য চেইন কভার থাকাও যেমন প্রয়োজন তেমনি থাকলেও সমস্যার কারন হয়ে দাড়ায়। সেক্ষেত্রে অনেক সময়েই পুর্ন চেইন কভারের পরিবর্তে শুধুমাত্র উপরের অংশে চেইনকভার ব্যবহার করা হয়। এতে চেইনের ময়লা ছিটে পোশাকে বা মোটরসাইকেলে লেগে যায় না, আবার চেইন পরীক্ষা করা বা পরিস্কার করাও সহজ হয়। নিরাপত্তার স্বার্থই মাসে অন্তত দুইবার চেইন পরীক্ষা করুন এবং অন্তত একবার পরিস্কার করুন।
Rate This Tips

Is this tips helpful?

Rate count: 27
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5
Bike Tips
 • একজন বাইকার হিসেবে বাইকের যে ১০টি বিষয় জানা থাকা দরকার
  2018-03-05
  10-things-you-should-know-about-your-bike মোটরসাইকেল রাইড অনেক আনন্দের একটি বিষয় এবং বিশেষ করে যারা ভালবাসা বা আবেগ থেকে মোটরসাইকেল রাইড করে তাদের জন্য এটা অনেক আনন্দের একটি বিষয়। আকারে ছোট এই বাহনটি শুধুমাত্র আমাদের যাতায়াত চাহিদা মেটায় না বরং এটা অনেক আর...
  details English
 • নতুন মোটরসাইকেল কেনার পূর্বে এবং পরে করনীয় কাজ সমূহ
  2018-01-04
  The-steps-you-should-follow-when-you-are-purchasing-a-motorcycle যারা নতুন বাইক কিনেছেন বা সামনে কিনবেন এই লেখাটি শুধু তাদের জন্য । আমি আমার অভিজ্ঞতা এবং এক্সপার্টদের মতামত বিশ্লেষণ করে কিছু মেইন্টেনেন্স টিপস দিচ্ছি এবং কিছু টপিক তুলে ধরছি যেগুলো আপনাদের কমন ক...
  details English
 • নতুন মোটরসাইকেল কেনার পরে করনীয়
  2017-11-20
  What-you-should-do-after-having-a-new-bike নতুন মোটরসাইকেল কিনে চালানো শুরু করেছেন কিন্তু মনে হচ্ছে ইনজিন অনেক গরম হচ্ছে, ইনজিন থেকে অন্যরকম শব্দ হচ্ছে। চলতে চলতে হঠাৎ ইনজিন বন্ধ হয়ে যাচ্ছে, গিয়ারটা ঠিক মতো চেইন্জ হচ্ছে না। নতুন বাইকে এ ধরনের কিছু সমস্যায় পড়...
  details English
 • টায়ার জেল এর সুবিধা ও অসুবিধা
  2017-06-14
  motorcycle-tire-sealant মোটরসাইকেল চালকদের জন্য একটি আতংকের নাম টায়ার পাংকচার। চলতি পথে রাস্তার মধ্যে টায়ার পাংকচার হওয়া যে কত কষ্টের এবং যন্ত্রনার তা ভুক্তভোগী মাত্রই জানে। মোটরসাইকেল এর টায়ার মুলত দুই ধরনের হয়ে থাকে একটা হল টিউব টায়ার এবং আরেকটি হল ...
  details English
 • মোটরসাইকেল ডিজিটাল নম্বরপ্লেট
  2017-05-28
  motorcycle-digital-number-plate আমাদের দেশে বর্তমানে সরকারীভাবে ঘোষনা দেওয়ার পর থেকে প্রত্যেক মোটরসাইকেল এর ডিজিটাল নাম্বার প্লেট রয়েছে। মোটরসাইকেল চুরি করা রোধ করার জন্য এবং তাড়াতাড়ি খুজে বের করার জন্য আমাদের সরকার এবং সড়ক পরিবহন কতৃপক্ষ এই পদক্ষেপ গ...
  details English
Filter
Brand        
Type          
Price (Tk)   
Displacement
Top Speed
Mileage     

Advance Search
Motorcycle Brands in Bangladesh

View more Brands