Yamaha Banner
Search

হোন্ডা একটিভা ১২৫ স্কুটার ফীচার রিভিউ

English Version
2018-02-23

হোন্ডা একটিভা ১২৫ স্কুটার ফীচার রিভিউ


Honda-Activa-125-Scooter-Feature-Review

হোন্ডা মোটরসাইকেল প্রস্তুতকারক নিয়ে আশা করি নতুন করে বলার কিছু নাই। যারা দুই চাকা সম্বন্ধে ভালো জানে অথবা দুই চাকা নিয়ে দিনের বেশিরভাগ অংশ অতিবাহিত করে থাকে তারা হোন্ডার খ্যাতি সম্পর্কে অনেক ভালোভাবে জানে। জাপানি এই কোম্পানিটি তাদের প্রডাক্টের কোয়ালিটি নিয়ে কোন কম্প্রোমাইজ করে না এবং যার ফলে তারা বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে। হোন্ডা শুধু কোয়ালিটি সম্পন্ন মোটরসাইকেল তৈরি করে না বরং তারা অনেক ভালো মানের স্কুটার ম্যানুফ্যাকচার করে থাকে। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে এবং গ্রাহকদের চাহিদা, অভিরুচির কথা মাথায় রেখে তারা নিত্য নতুন ডিজাইনের স্কুটার প্রস্তুত করে চলেছে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি হোন্ডার একটি জনপ্রিয় স্কুটার নিয়ে যার নাম হোন্ডা একটিভা ১২৫।

হোন্ডা একটিভা ১২৫ তৈরি করা হয়েছে শক্তিশালী ইঞ্জিন পারফরমেন্স, তেল সাশ্রয়ী, আরাম এবং আধুনিক ফিচারস গুলো সংমিশ্রণে এবং ১২৫ সিসি সেগমেন্টের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করা একটি স্কূটার। রাইডারের চাহিদানুযায়ী এবং সার্বিক দিক বিবেচনায় স্কূটারটিতে আধুনিক সকল ফিচারস রয়েছে। চলুন পরিচিত হই হোন্ডা একটিভার আধুনিক ফিচারসগুলোর সাথে।

স্পেশাল কিছু ফিচারস যেগুলো হোন্ডা একটিভা ১২৫ তে রয়েছে
-এলইডি ক্রোম চেস্ট
-ডিজিটাল এনালগ মিটার
-মোবাইল চার্জ দেবার জন্য শকেট সাথে সুপ্রশস্থ স্টোরেজ
-শক্তিশালী ক্যারিং হুক
-সিবিএস ব্রেকিং সিস্টেম
-এইচইটি প্রযুক্তি
-মেটাল বডি
-এএইচও প্রযুক্তি
-সামনে ডিস্ক এবং এলয় হুইল


Honda-Activa-125-Scooter-Design-Review

বিল্ড এবং ডাইমেনশন
এই স্কুটারটিতে হোন্ডা অসাধারণ ডিজাইনের ছোঁয়া রেখেছে। বডিটা মেটালের যার ফলে খারাপ রাস্তাতে নিশ্চিন্তে রাইড করা সম্ভব। হোন্ডা একটিভার এলইডি পজিশন লাইট এবং ক্রোম চেস্ট এর ডিজাইনটাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। এছাড়াও গ্রাফিক্স, কালার কম্বিনেশন এবং এলয় হুইলের সাথে সামনে ডিস্ক ব্রেক স্কুটারটিকে নজরকাড়া লুক এনে দিয়েছে। এই স্কুটারটির রয়েছে রাইডারের জন্য চওড়া সিটিং পজিশন এবং আরামদায়ক ফুট রেস্ট যেটা ডিজাইনে অনেকটা প্রভাব ফেলেছে।

ডিজাইন পরিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য হোন্ডা আদর্শ ডাইমেনশন ব্যবহার করেছে ১২৫ সিসি এই
স্কুটারটিতে। ডাইমেনশনের দিক দিয়ে স্কুটারটিতে রয়েছে লম্বায় ১৮১৪মিমি, চওড়ায়৭০৪মিমি এবং উচ্চতায় ১১৫১ মিমি এবং আরও রয়েছে ১৬৫মিমি সিট হাইট। স্কুটারটির হুইলবেজ রয়েছে ১২৬০ মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে ১৫৫মিমি । ৫.৩ লিটার তেল ধারণ ক্ষমতা সম্পন্ন ফুয়েল ট্যাংকার রয়েছে। সব কিছু মিলিয়ে স্কুটারটির ওজন রয়েছে ১০৮ কেজি।

ইঞ্জিন এবং ট্রান্সমিশন
একটিভার ইঞ্জিনে রয়েছে ১২৪.৯ সিসি এয়ার কুল্ড ইঞ্জিন যেটা ম্যাক্স পাওয়ার ৮.৫২ বিএইচপি @৬৫০০ আরপিএম এবং ম্যাক্স টর্ক ১০.৫৪ @ ৫০০০ আরপিএম তৈরি করতে পারে। এই স্কুটারটিতে রয়েছে হোন্ডার আধুনিক এইচ ই টি প্রযুক্তি । এই প্রযুক্তির ফলে হোন্ডা দাবি করে যে তাদের বাইকের সব দিক বিবেচনায় মাইলেজ অনেক ভালো সরবরাহ করবে। একইসাথে হোন্ডা দাবি করে ফেলেছে যে এই স্কূটারটি মাইলেজ দিবে ৬৫ কিমি/লিটার এবং টপ স্পীড দিবে প্রতি ঘণ্টায় ৮৪ কিমি । ইঞ্জিনের কম্প্রেশান রেশিও ৯:৮:১ এবং ইঞ্জিনে রয়েছে ভিস্কাস পেপার এয়ার ফিল্টার। ইঞ্জিনটা আটোমেটিক গিয়ার সম্পন্ন এবং চালু করার জন্য ইলেকট্রিক এবং কিক স্টার্ট অপশন।


Honda-Activa-125-Scooter-meter-Review

মিটার কনসোল
একটিভা ১২৫ এর রয়েছে সুন্দর এবং স্টাইলিশ ডিজিটাল এনালগ মিটার যেখানে রাইডারের প্রয়োজনীয় সকল বিষয় রয়েছে যেমন- স্পিডোমিটার, ডিজিটাল ওডমিটার এবং ট্রিপ মিটার , ডিজিটাল ফুয়েল ইনডিকেটরসহ ইত্যাদি।

ইলেকট্রিক্যাল এবং সুইচ
ইলেকট্রিক্যাল দিক দিয়ে গ্রাহকদের জন্য সকল সুযোগ সুবিধা এবং প্রয়োজনীয় ফিচারস ও পাওয়ারফুল ফিডব্যাক রয়েছে। 12 V - 3 Ah maintenance free battery, 12V 35/35W Haloge সাথে LED Chrome Chest Headlamp, Bulb tail lamp, turning lamps, pass switch সাথে সকল প্রয়োজনীয় ইলেকট্রিক্যাল ফিচারস রয়েছে। সুন্দর ও আরামদায়ক হ্যান্ডেলবারটার সাথে সুইচগুলো অনেক সুন্দরভাবে স্থাপন করা হয়েছে।

চেসিস এবং সাসপেনশন
আন্ডার বোন চেসিস হোন্ডা একটিভা স্কুটারটিতে ব্যবহার করা হয়েছে । এই ধরনের বডি ফ্রেম অনেক বেশি ওজন নিতে সক্ষম। আরামদায়ক এবং স্মুথ রাইডিং এর জন্য পেছনে রয়েছে Spring Loaded Hydraulic suspension এবং সামনের দিকে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন।

টায়ার এবং ব্রেকিং
এলয় হুইলের সাথে দুই দিকেই টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে । সামনের দিকের টায়ারের সাইজ 90/90-12 (Tubeless) এবং পেছনের টায়ারের সাইজ 90/100-10 (Tubeless) এই ধরনের টায়ার অনেক ভালো গ্রিপিং দিতে সক্ষম। রাইডিংকে নিরাপদ করতে হোন্ডা ব্রেকিং নিয়ে কোন কপ্রোমাইজ করেনি। এই স্কুটারটিতে সামনের দিকে রয়েছে ১৯০মিমি ডিস্ক ব্রেক এবং পেছনের দিকে রয়েছে ১৩০ মিমি ড্রাম ব্রেক। আরেকবার মনে করিয়ে দেই যে এই স্কুটারটিতে রয়েছে সিবিএস ব্রেকিং সিস্টেম।

পরিশেষে
হোন্ডা একটিভা এর সমস্থ ফিচারস দেখার পর বলা যেতে পারে যে , স্কুটার হিসেবে এটি সমস্ত আধুনিক ফিচারস সমৃদ্ধ শুধু তাই নয় হোন্ডা তাদের এই স্কুটারটির বিভিন্ন কালার বাজারে নিয়ে এসেছে সেগুলো হচ্ছে- Midnight Blue Metallic, Black, Rebel Red Metallic, Pearl Amazing White and the new Mat Crust Metallic । কালার ছাড়াও ভিন্ন মডেলের স্কুটার রয়েছে যেমন - standard with steel wheels, alloy wheels এবং Deluxe featuring alloys wheels এবং front disc brake ।



Rate This Review

Is this review helpful?

Rate count: 11
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Honda Activa 125

হোন্ডা একটিভা ১২৫ স্কুটার ফীচার রিভিউ
2018-02-23

হোন্ডা মোটরসাইকেল প্রস্তুতকারক নিয়ে আশা করি নতুন করে বলার কিছু নাই। যারা দুই চাকা সম্বন্ধে ভালো জানে অথবা দুই চ...

Bangla English
Filter