Yamaha Banner
Search

যে ৫টি কারনে কিওয়ে আরকেএস ১০০ ভি৩ কিনবেন

English Version
2018-01-18

যে ৫টি কারনে কিওয়ে আরকেএস ১০০ ভি৩ কিনবেন


5-Reasons-to-buy-Keeway-RKS-100-v3


কিওয়ে বাংলাদেশে ধীরে ধীরে খুব ভালো পজিশন ধরে নিচ্ছে। জাপান ও ইন্ডিয়ান ব্র্যান্ড গুলোর পাশাপাশি কিওয়ে চেষ্টা করে যাচ্ছে গ্রাহকদের সন্তুষ্টি লাভ করতে। কিওয়ে খুব স্বল্পদামে ভালো ডিজাইন ও ফিচারস সমৃদ্ধ কিছু বাইক গ্রাহকদের হাতে তুলে দিচ্ছে। তারা তাদের আর কে এস ১০০ সিসি বাইকটি নিয়ে বাংলাদেশে খুব ভালো জনপ্রিয়তা অর্জন করে চলেছে। বর্তমানে কিওয়ে আর কে এস ১০০ সিসি বাইকটির দুটি ভার্সন বাজারে রয়েছে। আজকে আমরা নিয়ে এসেছি কিওয়ে আরকেএস ১০০ সিসির বাইক কেন কিনবেন সেটা ব্যাখ্যা করতে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কোন কোন কারণে কিওয়ে আরকেএস ১০০ ভার্সন ৩ কিনবেন।


5-Reasons-to-buy-Keeway-RKS-100-v3-design

অসাধারণ ডিজাইন
১০০ সিসির এই বাইকটিতে তাকালেই আপনার চোখ জুড়িয়ে যাবে। কারণ অন্যান্য ১০০ সিসির বাইকগুলোতে এত সুন্দর ডিজাইন লক্ষ্য করা যায় না। কিওয়ে এই বাইকটি ডিজাইন করেছে স্বনামধন্য ইতালিয়ান কোম্পানি বেনেলি। বেনেলি তাদের ডিজাইনের বিচক্ষণতার প্রমান করে দিয়েছে এই বাইকটির মাধ্যমে। অনেকেই বলেন যে দূর থেকে দেখে এটাকে ১০০ সিসির বাইক বলা যায় না। ভালো কালার কম্বিনেশন, মাস্কুলার ফুয়েল ট্যংকার, সুন্দর গ্রাফিক্স এসব কিছু বাইকটিকে অনেক চোখা ধাঁধানো করে তুলেছে। তাই যদি সহনীয় দামে ভালো ডিজাইন সমৃদ্ধ ১০০ সিসির বাইক চান তাহলে কিওয়ে আরকেএস ১০০ এই বাইকটি নিয়ে ভেবে দেখতে পারেন।

শক্তিশালী ব্রেকিং
বাইকটিতে সামনে ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে এবং ইউজাররা বলেন দুটো ব্রেকিং সিস্টেম খুব ভালো পারফরমেন্স দেয়। মোটা সাসপেনশন থাকার ফলে আপনি কড়া ব্রেক করলে খুব বেশি ঝাকুনি অনুভব করবেন না । এদিকে বাইকটির পেছনের মোটা টায়ার(১১০মিমি) থাকার ফলে আপনি বৃষ্টিভেজা রাস্তা কিংবা খারাপ রাস্তাতেও খুব বেশি সমস্যায় পড়বেন না। বাইকের ওজন ব্রেকিং এ অনেক প্রভাব ফেলে এবং এই বাইকটির ওজন ১০০ সিসি হিসেবে অনেক বেশি যার ফলে ওজনটাও আপনাকে ভালো ব্রেক করতে সহায়তা করবে।

আরামদায়ক রাইডিং
১০০ সিসির অনান্য বাইকগুলোর দিকে নজরদিলে আমরা দেখতে পাই যে সিটিং পজিশনটা একদম সমান থাকে যার ফলে অনেক সময় আরামদায়কভাবে রাইড করা সম্ভব হয় না কিন্তু এই বাইকটির সিটিং পজিশন অন্যান্য ১০০ সিসির বাইকের তুলানায় একটু ভিন্ন এতে টু স্টেপ সিট রয়েছে যার ফলে রাইডার এবং পিলিয়ন আরামদায়কভাবে বসতে পারে। বাইকটির ওজন একটু বেশি তাই হাই স্পিডে ভেসে যাওয়া বা ভাইব্রেশন খুব কম করে। অন্যদিকে ফুয়েল ট্যাংকারটা রাইডার সিটিং পজিশন থেকে একটু উচু যার ফলে আপনি রাইডিং সিটে বসে ফুয়েল ট্যংকারের সাথে দু পা লাগিয়ে আরামের সাথে রাইড করতে পারবেন এবং এর সাসপেনশনটা অনেক নরম যা আপনাকে খারাপ রাস্তায় অনেক কম ঝাঁকুনি দিবে।

সুন্দর কন্ট্রোলিং
বাইকটির মোটা টায়ার, ভালো ব্রেকিং সিস্টেম, আরামদায়ক সিটিং পজিশন, হ্যান্ডেলবার এবং ওজন এ সব কিছু মিলিয়ে আপনাকে বেশ ভালো কন্ট্রোলিং এনে দিবে এবং আশা করা যায় আপনি ইচ্ছে স্বাধীনভাবে কন্ট্রোল করতে পারবেন।


5-Reasons-to-buy-Keeway-RKS-100-v3-engine

শক্তিশালী ইঞ্জিন
১০০ সিসির এই বাইকটি শক্তিশালী ৪ স্ট্রোক ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনের শক্তিটা আপনি থ্রটল রেস্পন্সের সাথে তাড়াতাড়ি না পেলেও ধীরে ধীরে এক পর্যায়ে আপনাকে বেশ ভাল স্পীড এনে দিবে। বাইকটিতে থ্রটল পজিশনিং সিস্টেম(টিপিএস) ব্যবহার করা হয়েছে।


Rate This Review

Is this review helpful?

Rate count: 53
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Keeway RKS 100 v3

কিওয়ে আরকেএস ১০০ ভি৩ মোটরসাইকেল রিভিউ - আবিদ হাসান
2020-02-19

১০০ সিসি সেগমেন্টের মধ্যে আমার কাছে সবচেয়ে দেখতে সুন্দর ও স্টাইলিশ বাইক বলে মনে হয়েছে কিওয়ে আরকেএস ১০০ ভার্সন ৩ ...

Bangla English
কিওয়ে আরকেএস ১০০ ভি৩ ফার্ষ্ট রাইড - জাহিদ হাসান
2020-01-29

একটি বাইকের প্রথম আকর্ষণীয় বিষয় হচ্ছে সে বাইকের ডিজাইন। যে বাইকটি ডিজাইনের দিক দিয়ে সেরা সেটি নিঃসন্দেহে যে কো...

Bangla English
কিওয়ে আরকেএস ১০০ মোটরসাইকেল রিভিউ - রাসেল
2020-01-13

১৫০ সিসি বাইকের চাহিদা মিটিয়েছে ১০০ সিসির কিওয়ে আরকেএস ভার্সন ৩। জী হ্যাঁ আমার কাছে এটাই মনে হয়েছে কারণ আমি যখন ...

Bangla English
কিওয়ে আরকেএস ১০০ মোটরসাইকেল রিভিউ - সৌরভ খান
2020-01-12

আমি সৌরভ খান বর্তমানে ব্যবহার করছি কিওয়ে আরকেএস ভার্সন ৩ । এই বাইকটি আমার কাছে খুব ভালো লাগছে এখন তবে সবচেয়ে বেশ...

Bangla English
কিওয়ে আরকেএস ১০০ ভি৩ মোটরসাইকেল রিভিউ - সাইফুল ইসলাম
2019-10-03

আমার মোটরসাইকেল এর নাম কিউওয়ে আরকেএস ১০০ সিসি ভি ৩। এই মোটরসাইকেলটির লুক চমৎকার এবং এটি বেশ আকর্ষণীয়। এর গ্রাফি...

Bangla English
কিওয়ে আরকেএস ১০০ মোটরসাইকেল রিভিউ - আলী ইমাম
2019-08-20

আমি আলী ইমাম বর্তমানে পড়াশোনা করছি। আমি এখন ব্যবহার করছি কিওয়ে আরকেএস ১০০ ভার্সন ৩। এই বাইকটি কেনার আগে আমি প্রা...

Bangla English
কিওয়ে আরকেএস ১০০ মোটরসাইকেল রিভিউ - মোশাররফ হোসেন
2019-04-10

আমার ব্যবসায়ীক কাজে যাতায়াতের জন্য কিওয়ে আর কে এস ১০০ সিসির মোটরসাইকেলটি । আমি ৫ মাস বাইকটি চালিয়ে প্রায় ৩০০০ কি...

Bangla English
নজরকাড়া স্মার্ট ডিজাইন – কিওয়ে আরকেএস ১০০ ভি৩ ব্যবহারকারী রাশেদ খান
2018-05-31

পত্রের শুরুতে সবাই আমার অন্তরের অন্তস্থল এর ফরমালিন মুক্ত ভালোবাসা এবং শ্রদ্ধা নিবেন। আশা করি সবাই ভালো আছেন। ...

Bangla English
কিওয়ে আরকেএস ১০০ ভি৩ মোটরসাইকেল রিভিউ - ইনজামামুল হক
2018-04-03

খুব ছোট বেলা থেকেই আমার বাইকের উপর চরম নেশা। একটু সুযোগ পেলাই বাবার বাইক নিয়ে বের হয়ে যেতাম আর সেই থেকেই আমার বা...

Bangla English
কিওয়ে আরকেএস ১০০ ভি৩ মোটরসাইকেল রিভিউ - মো: ফরহাদ
2018-01-22

নিজের টাকায় কোনো জিনিস কেনার মজাই আলাদা। এই বিষয়টা আগে বুঝতাম না কিন্তু যখন থেকে আল্লাহ্‌র রহমতে নিজে প্রাইভেট...

Bangla English
যে ৫টি কারনে কিওয়ে আরকেএস ১০০ ভি৩ কিনবেন
2018-01-18

কিওয়ে বাংলাদেশে ধীরে ধীরে খুব ভালো পজিশন ধরে নিচ্ছে। জাপান ও ইন্ডিয়ান ব্র্যান্ড গুলোর পাশাপাশি কিওয়ে চেষ্টা ক...

Bangla English
কিওয়ে আরকেএস ১০০ ভি৩ মোটরসাইকেল রিভিউ - শাহরুখ আলম চয়েস
2017-10-28

RKS 100V3 বাইকটি ২৭ জুলাই, ২০১৭ তে কিনি । আজ ৩ মাস পূরণ হলো এবং আমি মনে করি এখন সময় হয়েছে বাইকটির রিভিউ দেওয়ার।আমি এই ৩ ...

Bangla English
কিওয়ে আরকেএস ১০০ ভি৩ মোটরসাইকেল রিভিউ - দিবাকর সাহা দীপ
2017-10-24

আমি দিবাকর সাহা দীপ। পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বর্তমানে আমি ব্যবহার করছি কিওয়ে আর কে এস ভার্সন ৩ এই বাই...

Bangla English
2017-07-21

জাপানী এবং ইন্ডিয়ান মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানীর পাশাপাশি অন্যান্য মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানি...

Bangla English
2017-07-21
Filter